আইএসের অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করলো ইরাক
ইসলামিক স্টেট (আইএস)-এর কথিত সেকেন্ড ইন কমান্ড ও অর্থমন্ত্রী সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে ইরাকি বাহিনী। এই নিষিদ্ধ-ঘোষিত জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলারের অর্থ পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-খাদেমি ঘোষণা করেন, প্রয়াত আইএস নেতা আবু বকর আল-বাগদাদির প্রধান সরকারি হিসেবে কাজ করা জাবুরিকে 'সীমান্তের বাইরে থেকে' গ্রেপ্তার করেছে ইরাকি গোয়েন্দা সংস্থা।
ঠিক কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নির্দিষ্ট করে না বললেও খাদেমি টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানান, জাবুরিকে একটি 'জটিল বাহ্যিক অভিযানের মাধ্যমে' ধরা হয়েছে।
খাদেমি লিখেছেন, "যখন আমাদের (ইরাকি নিরাপত্তা বাহিনীর) বীরেরা নির্বাচন সুরক্ষিত রাখার দিকে মনোনিবেশ করছিল তখন তাদের সহকর্মীরা (ইরাকি জাতীয় গোয়েন্দা পরিষেবা) সামি জসিমকে ধরার জন্য একটি জটিল বাহ্যিক অভিযান চালাচ্ছিল।"
তিনি অভিযানের বিস্তারিত বিবরণ দেননি, তবে এই অভিযানকে ইরাকি বাহিনী কর্তৃক পরিচালিত সীমান্ত-বহির্ভূত গোয়েন্দা অভিযানগুলোর মধ্যে 'সবচেয়ে কঠিন অভিযান' হিসেবে আখ্যায়িত করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামে বলা হয়েছে, আইএসের মধ্যে জাবুরি "অর্থমন্ত্রীর সমতুল্য হিসেবে কাজ করেছেন; তেল, গ্যাস, পুরাকীর্তি এবং খনিজ দ্রব্য অবৈধভাবে বিক্রি করে জঙ্গি গোষ্ঠীটির আয়-উৎপাদন কার্যক্রম তদারকি করেছেন"।
এই প্রোগ্রামের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, আইএসের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতেন জাবুরি।
আইএসে যোগ দেওয়ার পূর্বে জাবুরি আল-কায়েদা নেতা আবু মুসাব আল-জারকাভির সঙ্গে কাজ করেছেন ইরাকে। জর্ডানীয় জঙ্গি জারকাভি ২০০৬ সালে মার্কিন বিমান হামলায় নিহত হন।
বর্তমানে ইসলামিক স্টেটকে একটি মৃতপ্রায় জঙ্গি সংগঠন হিসেবে ধরে নেওয়া হলেও সন্ত্রাসী গোষ্ঠীটি এখনও ইরাকের প্রত্যন্ত অঞ্চলগুলোয় কিছু আক্রমণ চালিয়ে যাচ্ছে।
ইরাকের কর্মকর্তারা বলেছেন, আইএসের সদস্যরা এখনও সেদেশের শহরগুলোতে লুকিয়ে আছে। গত সপ্তাহেও ইরাকের রামাদি শহরে হওয়া একটি গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস।
সূত্র: ডেইলি মেইল।