মুস্তাফিজ-নাসুমদের পরীক্ষা নিলেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে চলমান এই ম্যাচে বাংলাদেশের প্রায় সব বোলারকেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। দাপুটে ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৭৭ রানের বড় সংগ্রহ গড়েছে আইরিশরা।
শুরু থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং করতে থাকা আয়াল্যান্ডের ব্যাটসম্যানদের সেভাবে বিপদেই ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলামদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন পল স্টার্লিং-গ্যারেথ ডিলানিরা।
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলে দলের সঙ্গে যোগ দেওয়া মুস্তাফিজ ৪ ওভারে খরচা করেছেন ৪০ রান, পাননি কোনো উইকেট। রাজস্থানের শেষের দিকের ম্যাচগুলোতেও মুস্তাফিজ বল হাতে ছিলেন অনুজ্জ্বল।
সবচেয়ে বেশি ইকোনমিতে রান খরচা করেছেন করেছেন নাসুম আহমেদ। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার একটি উইকেট পেলেও ৩ ওভারে ৩৩ রান দিয়েছেন। শরিফুলও খরুচে ছিলেন। বাঁহাতি এই তরুণ পেসার ৪ ওভারে ৪১ রান খরচা করে উইকেটশূন্য থেকে গেছেন।
আছে ব্যতিক্রমও। দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ৪ ওভারে ২৬ রানে ২টি উইকেট নেন। সবচেয়ে হিসেবি বোলিং করেন শেখ মেহেদী হাসান। কোনো উইকেট না পেলেও ডানহাতি এই অফ স্পিনার ৩ ওভারে খরচা করেন মাত্র ১৫ রান। সৌম্য সরকার ২ ওভারে ১৩ রান দিয়ে কোনো উইকেট পাননি।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ডিলানি। ডানহাতি এই ব্যাটসম্যান ৫০ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেও অপরাজিত থাকেন। স্টার্লিং ১৬ বলে ২২ রান করেন। এ ছাড়া অ্যান্ড্রু ব্যালবার্নি ২৫ ও হ্যারি টেক্টর ২৩ রান করেন।