ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় শরিয়তপুর ছাত্রলীগের ধর্ম বিষয়ক নেতা বহিষ্কার
কুমিল্লায় কোরআন অবমাননার বিষয় নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমুলক পোস্ট দেওয়ার অভিযোগে শরিয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান সিকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সম্প্রতি কুমিল্লায় কোরআন অবমাননার বিষয় নিয়ে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এমন সময় ওই বিষয় নিয়ে সদর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উষ্কানিমূলক পোস্ট দেন।"
"ওই পোস্টের মাধ্যমে তিনি ছাত্রলীগসহ ধর্মপ্রাণ মুসলিমদের আন্দোলন করার জন্য রাজপথে নামার আহ্বান জানান। বিষয়টি নিয়ে নানা ধরনের অভিযোগ আসতে থাকে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের নজরে আসায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়," যোগ করেন তিনি।
জানতে চাইলে অভিযুক্ত শহীদুল ইসলাম অভিযোগ স্বীকার করে নেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, "প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার মানুষই ছাত্রলীগ করেন। সারা দেশে যখন আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছেন তখন এক নেতার এমন কর্মকান্ড আমাদের বিব্রত করে। তার বিরুদ্ধে সংগঠন সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই আমি মনে করি।"
গত বুধবার কুমিল্লায় পূজামণ্ডপে 'কুরআন অবমাননা'র অভিযোগে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জের ধরে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর এবং ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।