কথায়-সংখ্যায় যুব বিশ্বকাপ
লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। প্রস্তুত দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও ভারতও। যুব বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় মাঠে নামবে দল দুটি। এরআগে এমন ১২টি ফাইনাল দেখেছে ক্রিকেট বিশ্ব। যেখানে ৬টি চ্যাম্পিয়ন দলকে পাওয়া গেছে। কোনো দল চারবার, কোনো দল তিনবার আবার কোনো কোনো দল এখনও শিরোপা জিততে পারেনি, এমনকি ফাইনালেও উঠতে পারেনি। যুব বিশ্বকাপ, আসরটির ফাইনাল, আয়োজক দেশসহ আরও অন্যান্য বিষয় কথায়-সংখ্যায় এক নজরে দেখে নেয়া যাক।
১৩ এরআগে যুব বিশ্বকাপে ১২টি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ১৩তম ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১ যুব বিশ্বকাপে বাংলাদেশের ফাইনাল খেলার সংখ্যা এটা। এবারই প্রথমবারের মতো যুবাদের আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।
৭ যুব বিশ্বকাপে সব সময়ই ছড়ি ঘোরায় ভারত। সপ্তমবারের (আসরের ইতিহাসের সর্বোচ্চ) মতো এই আসরের ফাইনাল খেলতে যাচ্ছে দলটি।
৪ যুব বিশ্বকাপের সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন ভারত। আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা চারবার সেরার মুকুট জিতেছে।
৬ যুব বিশ্বকাপে এখন পর্যন্ত ৩০টি দল অংশ নিলেও শিরোপার স্বাদ নিতে পেরেছে কেবল ৬টি দল (ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড)। মূলত এই ৬টি দলই প্রতিবার শিরোপার দৌড়ে থাকে।
৬ এর আগে যুব বিশ্বকাপের ১২টি আসর অনুষ্ঠিত হলেও মাত্র ৬টি দেশ এই আসর আয়োজন করেছে। সবচেয়ে বেশি তিনবার যুব বিশ্বকাপ আয়োজন করেছে নিউজিল্যান্ড। দুইবার করে আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
০ যুব বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন হলেও এখন পর্যন্ত কোনো আসর আয়োজন করেনি ভারত।
১২ ১৯৮৮ সাল থেকে শুরু হয় যুব বিশ্বকাপ। কেবল ওই আসরে অংশ নেয়নি বাংলাদেশ। পরের ১২টি আসরেই খেলেছে (চলবতি আসরসহ) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
১৩ যুব বিশ্বকাপের শুরু থেকেই খেলে আসছে ভারত। যুব বিশ্বকাপের সবকটি আসরেই অংশ নিয়েছে দলটি।
১৯৮৮ এই সালে যুব বিশ্বকাপের যাত্রা শুরু। কিন্তু মাঝে ১০ বছরের বিরতি পড়ে। ১৯৯৮ সাল থেকে আবার শুরু হয় যুব বিশ্বকাপ।
২০২২ যুব বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২২ সালে। আসরটির আয়োজনে থাকবে ২০১৬ যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
৩০ যুব বিশ্বকাপে অংশ নেয়া মোট দলের সংখ্যা এটা। এখন পর্যন্ত ৩০টি দল যুব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।