গ্র্যান্ডমাস্টার নিয়াজের কাছে দাবায় ১২ মিনিটেই হারলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শনিবার একটি দাবা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন অংশ নিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে একটি ম্যাচে।
প্রীতি ম্যাচটিতে ১২ মিনিটের ব্যবধানে নিয়াজ মোর্শেদের কাছে হেরে যান পররাষ্ট্রমন্ত্রী।
প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আলীমুজ্জামান। দ্বিতীয় হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরের পরিচালক আলাউদ্দিন ভূঁইয়া। দিনব্যাপী এই দাবা টুর্নামেন্টে ৩০ জন বাংলাদেশি কূটনীতিক অংশ নেন।
দাবা খেলার বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি যখন ছাত্র ছিলাম তখন দাবা খেলতাম। সর্বশেষ আমি দাবা খেলেছিলাম ১৯৭১ সালে। একাত্তরে আমরা যখন শহর ছেড়ে গ্রামে পালিয়ে যাচ্ছিলাম তখন আমরা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছি। তখন সময় কাটাতে দাবা খেলতাম আমরা।"
মোমেন বলেন, কূটনীতিকদের পেশাদারির উৎকর্ষে এই খেলা সহায়ক। তাই তিনি এই খেলায় অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবীন কর্মকর্তাদের উৎসাহিত করেন। তিনি দাবা খেলায় নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনও তার বক্তব্যে কূটনীতিকদের জন্য দাবা খেলার গুরুত্ব তুলে ধরেন। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য দাবা ফেডারেশনের প্রতি ধন্যবাদ জানান তিনি।
মাসুদ বিন মোমেন জানান, আগামী বছর বিদেশি কূটনীতিকদের নিয়ে আরেকটি দাবা টুর্নামেন্ট আয়োজন করা হবে।