কাঠের ট্রলারে সেন্ট মার্টিন থেকে ফিরেছেন আটকা পড়া পর্যটকরা
বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন ধরে সেন্টমার্টিনে আটকে থাকা তিন শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল থেকে ডজনাধিক ট্রলারে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পর্যটকরা। এর মধ্যে বেলা ১১টার দিকে ৪০ জন যাত্রীবাহী একটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।
সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা মঙ্গলবার সকাল থেকে ফিরতে শুরু করেছেন।
সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, মঙ্গলবার সকাল ৭ থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডজনাধিক ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্যে তিনশ জন পর্যটক ছিল। বাকিরা স্থানীয় দ্বীপবাসী।
তিনি আরও জানান, সোমবার (১৮ অক্টোবর) বিকেল থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল অনুমতি দেওয়া হয়। কিন্তু গতকাল কোনো ট্রলার সেন্টমার্টিন ছেড়ে আসেনি। কারণ দ্বীপ থেকে একটি ট্রলার টেকনাফ পৌঁছাতে তিন ঘণ্টা সময় লাগে।
"রাতে মধ্য সাগরে কোনো খারাপ অবস্থা হলে আরও বেশি সমস্যায় পড়তে হতো। এছাড়া রাতের বেলা টেকনাফে পৌঁছানোর পর সেখান থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়াটাও অসাধ্য হতো। তাই মঙ্গলবার সকালে সেন্টমার্টিন থেকে যাত্রীবাহী ট্রলার ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়," বলেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, "খবর পেয়েছি আটকাপড়া পর্যটকগণ কাঠের বোটেই ফিরে এসেছে। সবাইকে নিরাপদে মূল ভূখন্ডে পৌঁছানোই আমাদের লক্ষ্য ছিল, তা সফল হয়েছে।"
উল্লেখ্য, গত রোববার (১৭ অক্টোবর) থেকে সেন্টমার্টিন থেকে টেকনাফে ট্রলার চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন পর্যটকরা।