এক হালি আমের দাম ২৫ হাজার টাকা
চোখ ছানাবড়া হওয়ার মতো ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। মসজিদের গাছের মাত্র চারটি আম বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। গত শুক্রবার জুমার নামাজের পর নিলামের মাধ্যমে আমগুলো বিক্রি করা হয়।
শনিবার বিকেলের পর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মূলত মসজিদের গাছের আম হওয়ায় এত চড়া দামে আমগুলো বিক্রি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
জানা গেছে, নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ছাতিকামলার পাড় এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদের আমগাছে চারটি আম ধরে। প্রতিটি আমের ওজন প্রায় আধা কেজি। অসময়ে গাছে ধরা এই আম উন্মুক্ত নিলামে তোলার উদ্যোগ নেয় মসজিদ কর্তৃপক্ষ।
সে অনুযায়ী শুক্রবার জুমার নামাজের খুদবার পর নিলাম ডাকা হয়। মসজিদে থাকা মুসল্লিরা অনেকটা আগ্রহ নিয়েই ওই নিলামে অংশ নেন। ৫০১ টাকায় নিলাম শুরু হয়। শেষ পর্যন্ত নিলামে এক হালি আমের দাম ওঠে ২৫ হাজার টাকা। শাহ আলম মিয়া নামে এক মুসল্লি আমগুলো কিনে নেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব ফখরুল ইসলাম জানান, ‘‘শতবর্ষী মসজিদের গাছে অসময়ে আম ধরেছে। মুসল্লিরা অনেক উৎসাহ নিয়ে নিলামে অংশগ্রহণ করেছেন। মসজিদের গাছের আম হওয়ার কারণেই এতো চড়া দামে আমগুলো বিক্রি হয়েছে।’’