ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়: প্রধানমন্ত্রী
সরকার সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে চায় জানিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে। কেননা আমাদের সংবিধানে সেই নির্দেশনা দেওয়া রয়েছে।'
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে 'শেখ রাসেল দিবস-২০২১' এর এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে এবং প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, 'ইসলামও সব ধর্মের রীতিনীতি শান্তিপূর্ণভাবে পালনের উপদেশ দেয়। আমাদের নবী মোহাম্মদ (সা.) ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। আমরাও চাই কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে।'
এ সময় শেখ হাসিনা বলেন, সরকারের লক্ষ্য হলো শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করা।