চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ 'পাওয়া যায়নি'
চীন থেকে আসার এক সপ্তাহ পর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার।
রোববার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।
দেবেন্দ্র নাথ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর অবস্থা এখন অনেক ভালো। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে ঢাকা থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, ওই শিক্ষার্থীর চিকিৎসায় তার নেতৃত্বে ১২ সদস্যদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে শনিবার রাতে চীনফেরত শিক্ষার্থীর রক্ত, ঘাম ও লালা সংগ্রহ করে ফিরে গেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাব টেকনিশিয়ানরা।
শনিবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন এ তরুণ। এর পরপরই তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।
নীলফামারীর ওই তরুণ চীনের আনহুই প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ২৯ জানুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। কিন্তু সেখানকার মেডিকেল পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না গেলেও নীলফামারীর সিভিল সার্জনের তত্ত্বাবধানে তাকে বাড়িতে রাখা হয়।
শনিবার সকালে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে দুপুরে তাকে রংপুর মেডিকেলে আনা হয়।