সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ, দলে রুবেল হোসেন
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে দুঃসংবাদ শুনলো বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ সাইফউদ্দিনের। ডানহাতি এই পেসারের জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক পেসার রুবেল হোসেনকে।
পিঠের চোটের কারণে খেলার অবস্থায় নেই সাইফউদ্দিন। যে কারণে তার বদলি হিসেবে রুবেল হোসেনকে মূল দলে নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে আএবদন করেছিল বাংলাদেশ। আবেদন মঞ্জুর করে রুবেলকে দলে নেওয়ার অনুমতি দিয়েছে কমিটি।
হার দিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়েও ফিল্ডিংয়ে নিজেদের ভুলে হেরে যায় বাংলাদেশ। হারের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ২৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের অপেক্ষায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এমন সময়ে এলো সাইফউদ্দিনকে দল থেকে হারানোর থাক্কা।
রুবেল হোসেন ওমান পর্ব থেকেই বাংলাদেশ দলের সঙ্গে আছেন। ১৭ জন ক্রিকেটার নিয়ে ওমানে গিয়েছিল বাংলাদেশ। ১৫ সদস্যের মূল স্কোয়াডের সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয় রুবেল ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। পরে বিপ্লবকে দেশে ফেরত পাঠালেও পেসারদের ইনজুরি বিবেচনা করে বাড়তি ক্রিকেটার হিসেবে রুবেলকে দলের সঙ্গে রেখে দেওয়া হয়।
বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। টেকনিক্যাল কমিটিতে রয়েছেন ক্রিস টেটলি (হেড অফ ইভেন্ট, চেয়ার), ক্লাইভ হিচকক (আইসিসির সিনিয়র ক্রিকেট অপারেশন্স ম্যানেজার), রাহুল দ্রাবিড় এবং ধীরাজ মালহোত্রা (বিসিসিআই প্রতিনিধি), সাইমন ডল এবং ইয়ান বিশপ (স্বতন্ত্র সদস্য)।