আল সাদে জাভির নতুন রেকর্ড
রোনাল্ড কোমানের অধীনে বার্সেলোনা ধুঁকতে থাকলেও ওদিকে আল-সাদকে নিয়ে একের পর এক ম্যাচ জিতেই যাচ্ছেন জাভি হার্নান্দেজ। সাবেক বার্সেলোনা অধিনায়কের অধীনে লিগে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছে কাতারের ক্লাবটি।
মঙ্গলবার উম সালালের বিপক্ষে ৩-১ গোলে জিতে এই রেকর্ড করেছে জাভির শিষ্যরা। আল সাদের হয়ে গোল পেয়েছেন সাবেক আর্সেনাল মিডফিল্ডার সান্তি কাজোরলা।
আল সাদকে নিয়ে ইতোমধ্যে সাতটি শিরোপা জিতেছেন জাভি। তার দলের খেলার ধরন বিশেষভাবে নজর কেড়েছে ইউরোপীয় ফুটবল ভক্তদের মাঝে।
মাঠের দর্শনে টিকি-টাকা ফুটবলের উপরই মূলত ভরসা রাখেন এই স্প্যানিয়ার্ড। ইয়োহান ক্রুইফ কর্তৃক প্রবর্তিত ও পেপ গার্দিওলা কর্তৃক পুননির্মিত এই খেলার ধরনকে দেখা হয়ে থাকে বার্সেলোনার 'ডিএনএ' হিসেবে।
যে কারণে রোনাল্ড কোমানের উত্তরসূরি হিসেবে জাভির নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।
সূত্র: মার্কা।