টঙ্গী-আবদুল্লাহপুর ব্রিজ বন্ধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের স্ল্যাব ধসে পড়ার পর ক্ষতিগ্রস্ত ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে টঙ্গী থেকে ভোগরা বাইপাস পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার ভোরে টঙ্গী ব্রিজের স্ল্যাব ধসে পড়ার পর লোহার পাটাতন দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল সচল রাখা হয়। পরে বিআরটি কর্তৃপক্ষ ব্রিজটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে গাজীপুর থেকে যেসব গাড়ি ঢাকায় প্রবেশ করবে সেসব গাড়ি টঙ্গী মিলগেইট এলাকা থেকে কামারপাড়া সড়ক হয়ে আব্দুল্লাহপুর বেড়িবাধ ব্যবহার করবে। অপরদিকে ঢাকা থেকে বাইরে যাওয়া গাড়িগুলো টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদীর উপর স্থাপিত অস্থায়ী বেইলি ব্রিজ ব্যবহার করবে।
তিনি আরও বলেন, "ব্রিজটি সংস্কার কাজ করতে ৮-১০ দিন সময় লাগবে বলে বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছেন। হঠাৎ করে ব্রিজ বন্ধ হওয়ায় অনেকেই না জেনে এ পথ ব্যবহার করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। আমরা ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সঙ্গে সমন্বয় করে গাজীপুরের যানজট নিরসনে কাজ করছি।"
বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের (ব্রীজ বিভাগ) প্রকল্প পরিচালক মো. মহিরুল ইসলাম খাঁন বলেন, টঙ্গী ব্রিজের একটি ডেস্ক স্ল্যাব পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু এটি একটি ব্যস্ততম মহাসড়ক, তাই গাড়ির চাপ অনেক বেশি। তাই এভাবে ব্রিজটি ব্যবহারে ঝুঁকি রয়েছে। তাই বুধবার রাত ১২টা থেকে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্ল্যাবে নতুন করে আরেকটি স্ল্যাব বসানোর পরিকল্পনা করা হয়েছে। এজন্য ৭-১০ দিন সময় লাগতে পারে।