১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে অংশ নিয়ে নতুন রেকর্ড
১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটের তালিকায় নাম লেখালেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের অবসরপ্রাপ্ত শিক্ষিকা জুলিয়া হকিনস।
১ মিনিট ৩ সেকেন্ডেরও কম সময়ে ফিনিশিং লাইন পাড়ি দেন জুলিয়া। প্রত্যাশিত সময়ের চেয়ে শেষ করতে একটু বেশি সময় লাগলেও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রতিযোগিতা শেষে তিনি বলেন, "পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের দেখতে পেয়ে খুব ভালো লেগেছে। তবে আমি এক মিনিটের কম সময়ে দৌড় শেষ করতে চেয়েছিলাম।"
দ্বিবার্ষিক ন্যাশনাল সিনিয়র গেমসে অংশ নিতে স্টেট পর্যায়ের বাছাই প্রক্রিয়ায় অংশ নিয়ে তিনি এই রেকর্ড গড়েন।
এর আগে, ২০১৭ সালে ১০০ থেকে ১০৪ বছর বয়সীদের ১০০ মিটার দৌড়ে মাত্র ৩৯:৬২ সেকেন্ডে তিনি ফিনিশিং লাইন পাড়ি দেন। সেপ্টেম্বরে ১০০ বছর বয়সী নারী ডায়ান ফ্রায়েডম্যান সেই রেকর্ড ভাঙেন।
ন্যাশনাল সিনিয়র গেমস অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে, ১০৫ বছর বয়সের ঊর্ধ্বে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটের তালিকায় এর আগে পুরুষদের নাম আসলেও প্রথমবারের মতো কোনো নারী এই তালিকায় নাম লেখালেন।
এর আগে, জাপানের স্প্রিন্টার এবং শট পুটার হিডেকিচি মিয়াজাকি এবং পলিশ রানার স্টেইনস্লো কোয়ালস্কি ১০৫ বছরের বেশি বয়সে ১০০ মিটার দৌড় শেষ করেন।
জুলিয়া হকিনস একসময় একজন নিয়মিত সাইক্লিস্ট ছিলেন। পরবর্তীতে প্রতিযোগিতা কমে যাওয়ায় সাইকেল চালানো থেকে তিনি আগ্রহ হারান।
১০০ বছর বয়সে তিনি দৌড়ে অংশ নিতে শুরু করেন। এখনই দৌড় থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
"যতদিন পারি আমি দৌড়াতে চাই," বলেন হকিনস।
"অন্যদের প্রতি আমার পরামর্শ হলো, বয়স বাড়ার সঙ্গে হাসিখুশি ও স্বাস্থ্য ধরে রাখতে সক্রিয় থাকুন," বলেন তিনি।
- সূত্র: এনপিআর