বার্সায় ফিরলেন দানি আলভেস
প্রথমে কোচ হিসেবে ক্লাব কিংবদন্তী জাভি হার্নান্দেজ, এবার দানি আলভেস। ক্লাব ছাড়ার পাঁচ বছর পর ব্রাজিলীয় তারকাকে ঘরে ফিরিয়ে আনছে বার্সেলোনা। শত ঝড়ঝাপ্টা ও খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সাভক্তদের জন্য একটা সুখবরই বটে! অবিশ্বাস্য হলেও সত্য, ব্লাউগ্রানাদের জার্সি গায়ে চড়িয়ে খেলোয়াড় হিসেবেই মাঠে নামবেন ৩৮ বছর বয়সী আলভেস।
যে বয়সে খেলোয়াড়েরা অবসর নিয়ে আয়েশি জীবন কাটান কিংবা কোচিং পেশায় নেমে পড়েন, সে বয়সে আবারও ফুটবলার পরিচয়কেই আলিঙ্গন করলেন 'দানি বয়'। চলতি মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ন্যু ক্যাম্পে নাম লিখিয়েছেন তিনি।
এদিকে দানি আলভেসের ঘরে ফেরার খবর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করেছে বার্সেলোনা। আগামী সপ্তাহ থেকেই অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি। কিন্তু লা লিগায় দলবদলের বাজার গত ২ সেপ্টেম্বরই বন্ধ হয়ে গেছে, তাই শীতকালীন দলবদলের বাজার খোলার আগে খেলোয়াড় হিসেবে তার নাম নিবন্ধন করা সম্ভব হবেনা। তাই জানুয়ারির আগে কোনো ম্যাচে মাঠে নামার সম্ভাবনা নেই আলভেসের।
অনেকদিন ধরেই আলভেসের বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু ৩৮ বছর বয়সে এসে এই রাইটব্যাক কাতালানদের আর কিই বা দিতে পারবেন, তা নিয়ে ছিল সংশয়। কিন্তু সদ্য নির্বাচিত কোচ জাভির প্রথম চাওয়া ছিল আলভেসকে ফিরিয়ে আনা। আর আলভেস ও জাভির মধ্যে যে গভীর বন্ধুত্ব, সে তো সকলেরই জানা।
অনেকের চোখেই দানি আলভেস বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সফল রাইটব্যাক। ২০১৬ সালে বার্সা ছাড়ার পর থেকেই তার বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছিলো কাতালানরা। পিএসজি ও সাও পাওলোতে নিজের জাদু দেখিয়ে অবশেষে ন্যু ক্যাম্পেই ফিরলেন আলভেস। তাই এক অর্থে বলা যায়, আলভেস যেন নিজেই নিজের বিকল্প হয়েছেন!
কাতালান শিবিরে আটটি বছর পার করার পর অসংখ্য অর্জন নিজের ঝুলিতে পুরেছেন আলভেস। মেরুন-নীল জার্সিতে ৩৯১টি ম্যাচ খেলে ২৩টি গোল করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, ক্লাবের হয়ে ২৩টি শিরোপা হাতে নেওয়ার গৌরব অর্জন করেছেন এই ব্রাজিলিয়ান।
তবে শিরোপা জয় আলভেসের জন্য নতুন কিছু নয়। এরই মধ্যে ৪৩টি বড় শিরোপা নিজের নামের পাশে লিখিয়েছেন তিনি। তাই অভিজ্ঞ এই ফুটবলারের উপস্থিতিতে বার্সার ড্রেসিংরুমে সেই পুরনো গর্জন ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন ভক্তরা।
এদিকে আপন ডেরায় ফিরতে পেরে উচ্ছ্বসিত আলভেস নিজের অনুভূতি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে, "পাঁচ বছর ধরে আমি পাগলের মতো লড়াই চালিয়ে গিয়েছি আজকের অবস্থানে আসতে। আমি জানতাম না এটা এত কঠিন হবে, এত দীর্ঘ হবে। কিন্তু আমার হৃদয় জানতো যে এই দিনটা আসবে। আমি আজ সেই ঘরে ফিরছি, যেই ঘরকে আমি আসলে কখনো ছেড়েই যাইনি। দেখা হচ্ছে শিগগির, ক্লাবকে আবারও বিশ্বসেরা করে তোলার প্রত্যয় নিয়ে।"
সূত্র: মার্কা