নতুন শিক্ষাক্রম চালু হলে থাকবে না জেএসসি: দীপু মনি
পরিবর্তিত শিক্ষাক্রমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আর থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, "নতুন শিক্ষাক্রমে ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।"
মহামারির কারণে দীর্ঘ বিলম্বের পর আজ (১৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
করোনা বিধি মেনেই সারাদেশে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এ বছর মোট ২২ লাখ ২৭ হাজারের ওপর পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য নিবন্ধন করেছে।
প্রশ্নপত্র ফাঁসের গুজব সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, "প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। একটি স্বার্থান্বেষী মহল প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করছে।
যারা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তাছাড়া সারাদেশের কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দীপু মনি।