'আপনি বেঁচে আছেন, এটা ভুলেই যাই': টুইটারে বার্নিকে মাস্কের ট্রল
টুইটারে আবারও ট্রল শুরু করেছেন ইলন মাস্ক; আর এবার তার শিকার মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
অতি ধনী ব্যক্তিদের যথাযথভাবে সরকারকে কর দিতে হবে, স্যান্ডার্সের এমন টুইটের প্রতিক্রিয়ায় রোববার সকালে মাস্ক পাল্টা টুইটে লিখেছেন, "আপনি এখনও বেঁচে আছেন, এটা ভুলেই যাই"।
গত সপ্তাহের শেষ পর্যন্ত টেসলার মোট ৬.৯ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। তবে এটি তার সরাসরি মালিকানাধীন শেয়ারের ৪ শতাংশেরও কম।
ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি; তার মোট সম্পদের পরিমাণ ২৮৫ বিলিয়ন ডলার। সুতরাং, মাস্ক নিশ্চিতভাবেই স্যান্ডার্সের 'অতি ধনী' শ্রেণির অন্তর্ভুক্ত।
গত সপ্তাহে টেসলায় নিজের মালিকানাধীন শেয়ারের ১০ শতাংশ বিক্রি করে দেওয়া উচিত কিনা, সে বিষয়ে টুইটার ব্যবহারকারীদের মতামত জানতে চেয়েছিলেন মাস্ক। 'হ্যাঁ' অথবা 'না' উত্তরের একটি পোল গঠন করেছিলেন তিনি। সেখানে ৫৮ শতাংশ ভোটার 'হ্যাঁ' উত্তর দিয়েছিলেন।
তবে এটি এখনও নিশ্চিত নয় যে, গত সপ্তাহের টুইটার পোলের ভিত্তিতেই তিনি প্রায় ৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন কিনা।
ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে চলে গেলেও সম্প্রতি এক টুইটে মাস্ক স্বীকার করেছেন তাকে ক্যালিফোর্নিয়ার আয়কর দিতে হবে। কারণ ব্যবসায়িক প্রয়োজনে তিনি এখনও সেখানে সময় কাটান। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া রাজ্যের সর্বোচ্চ করের হার ১৩.৩ শতাংশ।
অতি ধনী ব্যক্তিদের সম্পদের ওপর কর আরোপ করা মার্কিন সিনেটের বাজেট কমিটির সভাপতি বার্নি স্যান্ডার্সের কাজের একটি বড় অংশ। তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী পরিবারের ০.১ শতাংশের ওপর একটি বার্ষিক কর প্রস্তাব করেছেন। তার মতে, আগামী দশক নাগাদ প্রস্তাবিত এই করের পরিমাণ দাঁড়াবে ৪.৩৫ ট্রিলিয়ন ডলারে এবং এটি আগামী ১৫ বছরের মধ্যে বিলিয়নিয়ারদের সম্পদ নামিয়ে আনবে অর্ধেকে।
প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রক্ষমতায় এসেই হাতে নিয়েছিলেন এক বিশাল পরিমাপের সামাজিক সুরক্ষা পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতেই কংগ্রেসের ডেমোক্র্যাটরা দেশের বিলিয়নিয়ারদের ওপর ট্যাক্স আরোপের উদ্যোগ নিয়েছেন।
মাস্কের টুইটার পোলের সমালোচনা করে ওরেগন রাজ্যের রন ওয়াইডেন বলেন, "বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সরকারকে আদৌ কোনো কর দেবেন কি দেবেন না, সেটি অবশ্যই একটি টুইটার পোলের ফলাফলের ওপর নির্ভর করা উচিত নয়। এখন সময় এসেছে বিলিয়নিয়ারদের আয়কর দেওয়ার।"
- সূত্র: সিএনএন