আবারও সেরা করদাতা হলেন হাকিমপুরী জর্দার প্রতিষ্ঠাতা কাউছ মিয়া
২০২০-২১ করবর্ষে দেশের সেরা করদাতা হিসেবে আবারও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. কাউছ মিয়ার নাম ঘোষণা করা হয়েছে।
হাকিমপুরী জর্দার ৯০ বছর বয়সী এ স্বত্বাধিকারী সেরা ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গ্যাজেট প্রজ্ঞাপনে ২০২০-২১ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ ৭৫ জন করদাতার নাম প্রকাশ করে।
এছাড়াও, বিভিন্ন খাতের ৫৪টি সংস্থাসহ ১২ জন ব্যক্তি ও সংস্থাকে অন্যান্য ক্যাটাগরিতে সেরা করদাতা হিসাবে ঘোষণা করা হয়েছে।
সেরা করদাতা নির্বাচিত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সরকারের রাজস্ব আয়ে অসামান্য অবদান রেখে বিগত কয়েক বছর ধরে সেরা করদাতাদের শীর্ষে অবস্থান করছেন কাউছ মিয়া।
এর আগে ২০১৬-১৭ করবর্ষে তাকে ঢাকা জেলার কর বাহাদুর পরিবার শীর্ষক সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশের স্বাধীনতার অনেক আগে ১৯৫৮ সাল থেকেই কর দিচ্ছেন কাউছ মিয়া। ১৯৬৬ সালে তাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা করদাতা ঘোষণা করা হয়।
দেশের অন্যতম সফল ব্যবসায়ী কাউছ মিয়া জানান, তিনি ১৯৫০ সালে মাত্র আড়াই হাজার টাকা নিয়ে ব্যবসায় নামেন। বর্তমানে তার মালিকানাধীন ব্যবসা ও ভূমি সম্পদের মুল্য ১০ হাজার কোটি টাকারও বেশি।