পাকিস্তান সিরিজে নেই স্পিন কোচ
অনেক দিন ধরেই স্পিন বোলিং কোচের জায়গাটি ফাঁকা ছিল বাংলাদেশ দলে। গত জুনে রঙ্গনা হেরাথকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শ্রীলঙ্কার সাবেক এই স্পিনারের সঙ্গে চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। চুক্তি নবায়ন হয়নি বলে পাকিস্তান সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
হেরাথের সঙ্গে বিসিবি সম্পর্ক চুকিয়ে ফেলেছে, ব্যাপারটি তেমন নয়। স্পিন কোচের পদে তাকেই পছন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। হেরাথকে স্থায়ী কোচ করার চিন্তা-ভাবনা করছে বিসিবি, তার সঙ্গে চলছে আলোচনা। হেরাথও বাংলাদেশ দলের দায়িত্বে থাকতে আগ্রহী।
আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, হেরাথের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে তাদের। বিসিবির এই কর্মকর্তা বলেন, 'তার সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের। হেরাথের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করছি আমরা। তবে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। আশা করি কিছু দিনের মধ্যে এটা চূড়ান্ত হয়ে যাবে।'
জানা গেছে আগামী বোর্ড সভাতে হেরাথের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। সেদিনই লঙ্কান এই কিংবদন্তি স্পিনারের থাকা, না থাকা চূড়ান্ত হবে। এর আগ পর্যন্ত স্পিন কোচ ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে। পাকিস্তান সিরিজে স্পিন কোচের পদে স্থানীয় কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। জানা গেছে, কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও নেই বিসিবির।
পাকিস্তান সিরিজে নেই ফিল্ডিং কোচ রায়ান কুকও। প্রোটিয়া এই কোচের সঙ্গেও বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বিসিবির। পারফরম্যান্স বিবেচনায় তার সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। পাকিস্তান সিরিজে স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলকে দেওয়া হয়েছে ফিল্ডিং কোচের দায়িত্ব।