‘ব্যর্থ’ মুশফিক-লিটনের ব্যাটেই স্বস্তির হাওয়া
দুজনই নিজের ছায়া হয়ে ছিলেন দীর্ঘ সময় ধরে। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে কিছুই করতে পারেননি মুশফিকুর রহিম ও লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও হাসেনি তাদের ব্যাট। সমালোচনায় জেরবার অবস্থা। দুজনকেই বাদ পড়তে হয় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে।
অথচ এই দুই ব্যাটসম্যানই কিনা পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হয়ে উঠলেন কাণ্ডারি। তাদের ব্যাটে স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ। তাদের অবিচ্ছন্ন জুটিতে ৪ উইকেটে ২৫৩ রান তুলেছে মুমিনুল হকের দল।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে চরম অগোছালো শুরু হয় বাংলাদেশের। ৪৯ রানের মধ্যেই ৪ উইকেট হারায় ঘরের মাঠের দলটি। ১৪ রান করে করেন সাদমান ইসলাম, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মুমিনুল হক থামেন ৬ রান করে।
৪৯ রানে ৪ উইকেট হারানো দলকে বিপদে পড়তে দেননি মুশফিক-লিটন। দারুণ ব্যাটিংয়ে পঞ্চম উইকেটে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। এই জুটিতে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে বংড় সংগ্রহের পথে। ৮৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। আলোক স্বল্পতার কারণে বাকি ৫ ওভারের খেলা হয়নি।
দারুণ জুটি গড়ার পথে অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ১৯৯ বলে ১০ চার ও একটি ছক্কায় টেস্টের নিজের প্রথম সেঞ্চুরি পৌঁছান ডানহাতি এই ব্যাটসম্যান। প্রথম দিন শেষে মুশফিক ৮২ ও লিটন ১১৩ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের শহিন শাহ আফ্রিদি, হাসান আলী, ফাহিম আশরাফ ও সাজিদ খান একটি করে উইকেট নেন।