দারুণ বোলিংয়ের পর অস্বস্তিতে দিন শেষ
আগের দিনের চিন্তা তৃতীয় দিনে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তাইজুল ইসলাম। দিনের এবং নিজের প্রথম ওভারেই দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার এলোমেলো করে দেন বাঁহাতি এই স্পিনার। এরপর তার স্পিন জাদু আরও ভোগায় পাকিস্তানকে। দেশ ও নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ৭ উইকেট তুলে নেন তাইজুল।
সঙ্গ দেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজও। এবাদত ২টি ও মিরাজ একটি উইকেট নেন। তাতে ২৮৬ রানেই শেষ হয় বাবর আজমের দলের প্রথম ইনিংস, মেলে ৪৪ রানের লিড। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বোলিং ভালো করার তৃপ্তি নিমেষেই হাওয়া!
হতাশা নিয়েই তৃতীয় দিনের খেলা শেষ করতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও দুঃস্বপ্নের শুরুর পর অবিরত ধারায় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে মুমিনুল হকের দল।
তবু কিছুটা স্বস্তি যে প্রতিরোধ গড়ে আর উইকেট পড়তে দেননি মুশফিকুর রহিম ও অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। ৩৯ রান তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ, লিড দাঁড়িয়েছে ৮৩ রানের। মুশফিক ১২ ও রাব্বি ৮ রানে অপরাজিত আছেন। এর আগে সাদমান ইসলাম ১ ও সাইফ হাসান ১৮ রান করেন। অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত রানের খাতাই খুলতে পারেননি।
১৫ রানেই তিন উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। এই ইনিংসেও ব্যাট হাতে কিছু করতে পারলেন না সাদমান ইসলাম অনিক। পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তিনি। এই ওভারে আরও একটি আঘাত হানেন আফ্রিদি। তার দ্বিতীয় শিকার নাজমুল হোসেন শান্ত।
ষষ্ঠ ওভারে অধিনায়ক মুমিনুল হকও ফিরে গেছেন। তাকে নিজের প্রথম শিকারে পরিণত করেন আরেক পাকিস্তানি পেসার হাসান আলী। ১৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ব্যাটিং করছেন সাইফ হাসান ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড পাওয়া বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ৫৯ রান।