মাথায় বলের আঘাতে মাঠ ছাড়লেন রাব্বি
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের তৃতীয় বলেই মুশফিকুর রহিম ফিরে যান। এরপরও দলকে বিপদে পড়তে হয়নি। অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও লিটন কুমার দাসের ব্যাটে চাপ সামলে নেয় বাংলাদেশ। তাদের ব্যাটে লিড বেড়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ ছন্দপতনই হলো। মাথায় বলের আঘাতে মাঠ ছেড়েছেন রাব্বি, উইকেটে গেছেন মেহেদী হাসান মিরাজ।
দীর্ঘ অপেক্ষা শেষে জাতীয় দলে অভিষেক হওয়া রাব্বির শুরুটা ভালো ছিল না। অভিষেক ইনিংসে ৪ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তাকে বেশ সাবলীল দেখাচ্ছিল। চাপ সামলে নেওয়ার পাশাপাশি রান তোলার কাজটিও করে যাচ্ছিলেন রাব্বি। সেখানে ছেদ পড়লো বলের আঘাতে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩০তম ওভারের খেলা চলছিল। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির একটি শর্ট বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন রাব্বি। কিন্তু গতিতে পরাস্থ হন তিনি, বল গিয়ে আঘাত হানে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন বাংলাদেশের ফিজিও, বোঝার চেষ্টা করেন রাব্বির অবস্থা। শশ্রুষা শেষে কিছুক্ষণ পর আবার ব্যাটিং শুরু করেন রাব্বি।
পরের ওভার করতে আসেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। এই ওভারে ৩ বলে খেলে ২ রান নেন রাব্বি। এরপরই অস্বস্তি বাড়ে তার। যে কারণে আর ব্যাটিং করতে পারেননি তিনি। এই ওভার শেষে মাঠ ছাড়েন দেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান মেহেদী হাসান মিরাজ।
রাব্বির কেমন অবস্থা বা আর ব্যাটিং করতে পারবেন কিনা, এ বিষয়ে কিছু জানা যায়নি। রাব্বি ব্যাটিং করতে না পারলে তার বদলি হিসেবে নেওয়া হতে পারে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। এমনই জানা গেছে বিসিবি সূত্রে।