পরীমনির মামলায় জামিন পেলেন নাসির-অমি
ঢালিউড অভিনেত্রী পরীমনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছেন আদালত।
এই আদেশের পরিপ্রেক্ষিতে আজ সাভার পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি দেন পরীমনি।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত পরিমনির সাক্ষ্য গ্রহণ করেন।
দিনের শুরুতে নাসির উ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ট্রাইব্যুনাল তাদের জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে রিট আবেদনে পরীমনি বলেন, সাভার পুলিশ ঘটনাটি সঠিকভাবে তদন্ত করেনি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একজন ওয়েটারকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তুলে নিলেও তার বক্তব্য অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।
বহ্নি নামে ঘটনার আরেক গুরুত্বপূর্ণ সাক্ষীকে খুঁজে পাওয়া যায়নি, এমনকি তাকে মামলায় সাক্ষীও করা হয়নি বলে উল্লেখ করেন পরীমনি।
সে কারণেই এ মামলার অধিকতর তদন্তের জন্য তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন বলে জানান।