আলেশা-মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিজেদের সমস্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, "অনাকাঙ্খিত ও নিরাপত্তাজনিত কারণবশত আলেশা মার্ট-এর সমস্ত অফিসিয়াল কার্যক্রম আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।"
এর কারণ হিসেবে ওই ফেসবুক পোস্টে বলা হয়, "গতকাল আমাদের অফিসে কতিপয় লোক দ্বারা অফিস কর্মকর্তাদের গায়ে হাত তোলা, এবং বল প্রয়োগের চেষ্টার কারণে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।"
আলেশা-মার্টের দাবি, 'বলপ্রয়োগকারীরা' তাদের গ্রাহক নন। তাদের পেমেন্ট শিডিউল ছিল না, এমনকি এসএমএস পাননি তারা।
'পর্যাপ্ত নিরাপত্তা' পাওয়ার পরই পুনরায় এ কার্যক্রম শুরু করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনলাইন শপিংয়ের মাধ্যমে গ্রাহকদের দ্রুত পণ্য পৌঁছে দিতে চলতি বছরের পহেলা জানুয়ারি কার্যক্রম শুরু করে আলেশা হোল্ডিংস লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আলেশা-মার্ট।
চলতি বছরের জুন থেকে ই-কর্মাস খাতে অস্থিরতা শুরু হয়েছে। এ সময়ের মধ্যে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, টাকা নিয়েও গ্রাহকদের হাতে পণ্য পৌঁছে না দেওয়ার। অর্থ পাচার, অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের ভিত্তিতে হওয়া মামলায় কয়েকটি ই-কমার্স কোম্পানির মালিকরা কারাগারেও গেছেন।
আলেশা-মার্টের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ উঠেছে, যার তদন্ত করছে সরকার।