ম্যানসিটির জন্য কঠিন সময় আসছে: গার্দিওলা
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মনে করেন, সিটির জন্য মৌসুমের সবচেয়ে কঠিন সময় অপেক্ষা করছে সামনে।
আসছে রবিবার ও নতুন বছরের প্রথম দিনের মাঝে আরও ৭টি ম্যাচের পরীক্ষা পার হতে হবে গার্দিওলা ও তার শিষ্যদের। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জার্মান ক্লাব আর বি লিপজিগের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গার্দিওলার ভাষ্যে, গুরুত্বপূর্ণ এই সময়টায় যেকোনো কিছুই ঘটতে পারে।
ম্যানচেস্টার সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে গার্দিওলার এই বক্তব্য জানানো হয়। তিনি বলেন, "সামনে অনেকগুলো ম্যাচ খেলতে হবে আমাদের এবং এটা মৌসুমের সবচেয়ে কঠিন সময়। আমাদের সবাই এখন মাঠে ফিরেছে। কে খেলছে বা কে খেলছে না, সেটা মূখ্য নয়; আমরা ধারাবাহিকতা এবং জয়ের ধারা অব্যহত রেখেছি। কিন্তু ফুটবলে শেষ সেকেন্ডেও যেকোনো অঘটন ঘটতে পারে।"
নিজের শিষ্যদের পারফরমেন্সের প্রশংসা করে ম্যানসিটি বস আরও বলেন, "এই কঠিন সময়েও এখনো পর্যন্ত ছেলেরা যা করেছে তা নিয়ে আমি খুশি। এবার ম্যাচ, আবহাওয়া এবং ইনজুরি মিলিয়ে কঠিনতম সময় এসেছে। আমরা অবশ্যই এই ছন্দ বজায় রাখবো এবং ভালো খেলার চেষ্টা করবো।"
এদিকে শনিবার রাতে বার্নার্ডো সিলভার দুই গোলসহ ওয়াটফোর্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানসিটি। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের পর বেশ নির্ভারই থাকার কথা গার্দিওলার।
শনিবারের ম্যাচের পর ৩৫ পয়েন্ট নিয়ে চেলসি ও লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিটি। তবে রেডসদের চাইতে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। এদিকে টানা তিন ম্যাচ হেরে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে চতুর্থতে অবস্থান করছে ওয়াটফোর্ড।
সূত্র: হিন্দুস্তান টাইমস