কলকাতার বিমানবন্দরে আটকে আছে বাংলাদেশ যুব দল
ভারত সফরে মধুর সময় কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। তিন দলের অংশগ্রহণের টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ। ট্রফি নিয়ে আজ বুধবার সকালে দেশে ফেরার কথা ছিল যুবাদের। কিন্তু অনাহুত যাত্রা বিরতিতে সময় কাটছে তাদের। এই মুহূর্তে কলকাতার নেতাজি সুবাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় আছে বাংলাদেশ দল।
ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট এয়ারলাইন্সের ফ্লাইটটি পিছিয়ে দেওয়া হয়েছে সাড়ে ছয় ঘণ্টা। নতুন সূচি অনুযায়ি বিকাল সাড়ে চারটার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে যুব দল।
বাংলাদেশ দলের ফ্লাইট ছিলো সকাল ১০টায়। ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফসহ সবাই নির্ধারিত সময়ের মধ্যেই বিমানবন্দরে পৌঁছে যান। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর তারা জানতে পারেন, ফ্লাইট সাড়ে ছয় ঘণ্টা পিছিয়ে গেছে।
প্রায় সাত ঘণ্টার বেশি সময় বিমানবন্দরেই কাটাতে হচ্ছে বাংলাদেশ দলকে। লম্বা সময় বলে বিমানবন্দরে ক্রিকেটারদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। বুধবার দেশে ফিরে দুই দিনের বিশ্রাম পাবেন ক্রিকেটারা। ১৪ ডিসেম্বর শুরু হবে এশিয়া কাপের ক্যাম্প।
করোনার কারণে প্রথম বছর ঘরবন্দি থাকলেও এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এশিয়া কাপে অংশ নিতে আগামী ২০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশের যুবারা। বিশ্বকাপে অংশ নিতে সেখান থেকেই ২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ।