দীর্ঘ মেয়াদে বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ
বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথের সঙ্গে চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। চুক্তি নবায়ন না হওয়ায় ঘরের মাঠে পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না লঙ্কান সাবেক এই স্পিনার। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার দিন এলো ঘোষণা। বুধবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দুই বছরের জন্য হেরাথকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২০২৩ সালের নভেম্বর পর্যন্ত লঙ্কান গ্রেটের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ দিয়ে শেষ হবে তার চুক্তির মেয়াদ। নিউজিল্যান্ড সফর থেকেই দায়িত্ব শুরু হচ্ছে হেরাথের। বাংলাদেশ দল বুধবার দিবাগত রাতে দেশ ছাড়বে। তবে হেরাথ দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডে।
স্পিন বোলিং কোচ ছাড়াই লম্বা সময় ধরে খেলে আসছিল বাংলাদেশ। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের আগে হেরাথকে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পিন কোচ হিসেবে কাজ করেন স্থানীয় কোচ সোহেল ইসলাম।
শ্রীলঙ্কার হয়ে ৯৩ টেস্ট, ৭১ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলা হেরাথ ২০১৮ সালে অবসর নেন। ৪৩৩টি টেস্ট উইকেটের মালিক হেরাথের আন্তর্জাতিক কোচিং শুরু হয় বাংলাদেশ দিয়ে। এবার দীর্ঘ মেয়াদে জাতীয় দলের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশে কোচিং করানোর আগে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট তামিল ইউনিয়ন ক্রিকেট ক্লাব ও লঙ্কা প্রিমিয়ার লিগে কোচিংয়ের অভিজ্ঞতা ছিল হেরাথের। আইসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেটের লেভেল থ্রি কোচিং সম্পন্ন করেছেন তিনি।