মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে 'মানবাধিকারের চরম লঙ্ঘনে' জড়িত থাকার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়।
র্যাব ছাড়াও চীন, মায়ানমার ও উত্তর কোরিয়ার গুরত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কিছু সংস্থার ওপর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান 'সেন্সটাইম গ্রুপ'কেও বিনিয়োগের কালো তালিকার অন্তর্ভুক্ত করেছে দেশটি।
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা ও যুক্তরাজ্যও মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর পরই ওয়াশিংটন উত্তর কোরিয়ার ওপর সর্বপ্রথম নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
জানা গেছে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা প্রকাশ করেছে।