পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা মামলায় নাসির-অমির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে আদালত।
সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার নারীর ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ চার্জশিট গ্রহণ করেন।
এছাড়াও মামলার পলাতক আসামি শাহ শহীদুল আলমের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে সাভার পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে পরীমনির আনা নো-কনফিডেন্স পিটিশন প্রত্যাখান করেন বিচারক।
মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী ৩ মার্চ তারিখ ধার্য করেছেন বিচারক।
প্রসঙ্গত, গত ১৪ জুন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ আরও চার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন পরীমনি ।
৬ সেপ্টেম্বর সাভার পুলিশ স্টেশনের ইন্সপেক্টর (তদন্ত) মো. কামাল হোসেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা আদালতের প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে নাসিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
পরবর্তীতে নাসির ও অমি দুজনেই আত্মসমর্পণ করে মামলায় জামিন চাইলে তাদের জামিন মঞ্জুর করা হয়।
এদিকে আজ আদালতের নির্দেশের পর সাভার পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে একটি নো-কনফিডেন্স পিটিশন দায়ের করেন পরীমনি।
তিনি বলেন, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে একজন ওয়েটারকে তুলে নিয়ে যায়, যার বক্তব্য চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি।
পরীমনি আরও জানান, ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী বন্নিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে এ মামলায় সাক্ষী বানানো হয়নি।