ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ ৮০ শতাংশ কার্যকর
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কোভিড টিকার বুস্টার ডোজ শতকরা ৮৫ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে পারে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। এটি গুরুতর অসুস্থতার বিরুদ্ধে ৮০ থেকে ৮৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছেন তারা।
তবে, কোভিডের আগের ধরনগুলোর বিরুদ্ধে বর্তমান টিকা যতখানি কার্যকর, ওমিক্রনের বিরুদ্ধে তার চেয়ে কিছুটা কম কার্যকর হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কিন্তু বুস্টার ডোজ গ্রহণ অনেক মানুষের হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে পারে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ওই গবেষক দল ওমিক্রন নিয়ে যে সীমিত তথ্য পেয়েছেন, সেগুলোর কম্পিউটার মডেলিং ফলাফলের ভিত্তিতে এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
গবেষকরা বলছেন, দ্রুত ছড়িয়ে পড়া নতুন এই ধরন সম্পর্কে আরও বাস্তবসম্মত তথ্য সংগ্রহের প্রয়োজন। পরিপূর্ণ গবেষণা না হওয়া পর্যন্ত ঝুঁকি ও অনিশ্চয়তা থেকেই যাবে। তারা এখনও বোঝার চেষ্টা করছেন, ওমিক্রন কতটা হালকা বা গুরুতর হতে পারে।
বিশেষজ্ঞদের দাবি, টিকা অবশ্যই কোভিডের বিরুদ্ধে সুরক্ষা দেবে। কিন্তু বর্তমানে ব্যবহৃত টিকাগুলো ওমিক্রন ধরনের সঙ্গে লড়াই করার মতো করে তৈরি করা হয়নি। তাই চলমান এই অনিশ্চয়তার প্রেক্ষিতে গবেষকরা টিকার বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছেন।
ইম্পেরিয়াল কলেজের গবেষণায় দেখা গেছে, বুস্টার ডোজ ওমিক্রন থেকে গুরুতর রোগের বিরুদ্ধে প্রায় ৮০ থেকে ৮৫.৯ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। একই টিকা ডেল্টার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে প্রায় ৯৭ শতাংশ।
ইম্পেরিয়ালের গবেষকদের একজন অধ্যাপক আজরা গনি বলেন, "এর মাধ্যমে বোঝা যায়, ওমিক্রন ধরনের মাধ্যমে সৃষ্ট অসুস্থতা করোনার আগের ধরনগুলোর চাইতে কতটা গুরুতর।"
অধ্যাপক গনি বলেন, "ওমিক্রনের প্রভাব সম্পূর্ণরূপে বুঝতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কিন্তু এরমধ্যেই সব দেশের সরকারকে সম্ভাব্য প্রভাব ঠেকাতে পরিকল্পনা তৈরি করতে হবে।"
এক্ষেত্রে, টিকার বুস্টার ডোজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, "আমাদের গবেষণার ফলাফল, বৃহত্তর জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে বুস্টার ডোজ গ্রহণের প্রতিই ইঙ্গিত দিয়েছে।"
গবেষকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাজ্যে বুস্টার ডোজের কার্যক্রম চলছে পুরোদমে। গত বৃহস্পতিবার দেশটিতে ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানান সরকারি কর্মকর্তারা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটির প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
- সূত্র: বিবিসি