লেবাননের আর্থিক পতনের কারণ পঞ্জি স্কিম: জাতিসংঘ মহাসচিব
পঞ্জি স্কিমের মতো অসাধু কাজকেই লেবাননের আর্থিক দুর্দশার কারণ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিও অনুসারে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিয়ারুত সফরকালে এ কথা বলেন তিনি।
লেবাননে ২০১৯ সালে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা এখনও চলছে। বড় অংকের রাষ্ট্রীয় ঋণের ফলে শুরু হয় এ অর্থনৈতিক অস্থিতিশীলতা। কয়েক দশক ধরে চলমান দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে এই অবস্থানে এসে দাঁড়িয়েছে আজকের লেবানন।
দেশটির কর্তৃপক্ষের সমালোচকরা লেবাননের আর্থিক ব্যুবস্থাকে পঞ্জি স্কিমের সাথে তুলনা করেছে। বিদ্যমান ঋণ পরিশোধের জন্য দেশটি নতুন ঋণের উপর নির্ভর করে চলছে। অর্থনীতির এই দুরাবস্থার কারণে লেবানিজ পাউন্ড ইতোমধ্যে এর ৯০ শতাংশ মূল্য হারিয়েছে।
তবে, ঋণের বিষয়টি অস্বীকার করেছে কেন্দ্রীয় ব্যাংক।
"আমি যতদূর বুঝতে পেরেছি, তাতে মনে হচ্ছে লেবানন পঞ্জি স্কিমের মতোই কোনো এক উপায়ে তাদের অর্থনৈতিক খাত চলছিল। সম্ভবত দুর্নীতি এবং চুরির কারণে দেশটির আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে," বলেন গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্যের কথা নিশ্চিত করেছেন বৈঠকে যোগদানকারী লেবাননের আর্থিক ব্যবস্থার বিশেষজ্ঞ মাইক আজার।
মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির অর্থনীতির প্রাক্তন অধ্যাপক আজার বলেন, তার দেওয়া একটি বিবৃতির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন গুতেরেস।
এ মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, আন্তোনিও গুতেরেসের সফর শেষে একটি সংবাদ সম্মেলনে আর্থিক সংকট সম্পর্কে তার মতামত আরও স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, লেবাননের নেতাদের উচিত 'দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক' সংস্কার বাস্তবায়ন এবং 'উপযুক্ত অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনা' গ্রহণ করা। আর্থিক সহায়তার জন্য আইএমএফ সহায়তা কর্মসূচির কথাও উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব।
- সূত্র: ডেইলি সাবাহ