ছবিতে ঝালকাঠির অগ্নিকাণ্ড
শুক্রবার ভোর ৩টার দিকে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে এমভি অভিযান-১০ নামের একটি লঞ্চে আগুন লাগে, ছবি: টিবিএস।
ইঞ্জিন রুমে সূত্রপাত হওয়া এই আগুন একসময় এক হাজার যাত্রী বহনকারী লঞ্চটির চারপাশে ছেয়ে যায়, ছবি: টিবিএস।
লঞ্চ থেকে এখন পর্যন্ত চল্লিশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ছবি: টিবিএস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি দল ভোর ৩.৫০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এবং ভোর ৫.২০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোরে ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান বিঘ্নিত হয়।
আগুন লাগার পর অনেক যাত্রীই লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দেন, আর যারা ঘুমিয়ে ছিলেন তাদের অনেকেই দগ্ধ হন।
এ লঞ্চে করে বরগুনার উদ্দেশে যাত্রা করা স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভিড় জমান অনেকে, ছবি: টিবিএস।
উপস্থিত জনতার অনেকেই নিখোঁজ স্বজনদের জন্য কান্নায় ভেঙে পড়েন।