সুগন্ধা ট্র্যাজেডি: এখনো খোঁজ মেলেনি ৩৭ যাত্রীর
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর এখনো ৩৭ যাত্রী নিখোঁজ রয়েছেন। নৌপথে স্মরণকালের ভয়াবহতম এ অগ্নিকাণ্ডে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪২ জনের মৃত্যুর কথা জানা গেছে।
নিখোঁজের সংখ্যার বিষয়টি শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা পুলিশ। তবে ঝালকাঠিতে অবস্থিত বাংলাদেশ রেড-ক্রিসেন্ট অফিসের তথ্য অনুযায়ী, এখনো ৫৪ জন নিখোঁজ রয়েছেন।
গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্তত ৪২ যাত্রী নিহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাত ৩টার দিকে এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় লঞ্চটিতে প্রায় হাজারখানেক যাত্রী ছিলো।
দুর্ঘটনার দুইদিন পরও লঞ্চ ঘাট এবং আশপাশের এলাকায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। অনেক যাত্রীর স্বজনরাও ট্রলার ভাড়া করে খোঁজ নিচ্ছেন।