বিপিএলের ড্রাফটের আগের দিন মালিকানা হারাল ঢাকার ফ্র্যাঞ্চাইজি
আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয়টি দলের মালিকানা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। মালিকানা ঠিক গড়ে ক্রিকেটার দলে ভেড়ানো শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। ২৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট থেকে দল গোছাবে তারা। এর আগের দিন হঠাৎ-ই বদলে গেল ঢাকা দলটির মালিকানা।
ঢাকা স্টার্স নামের দলটির মালিকানা পেয়েছিল রুপা ফেব্রিকস লিমিটেড অ্যান্ড মার্ন স্টিল লিমিটেড (কনসোর্টিয়াম)। ফ্রাঞ্চাইজিটি লোগো উন্মোচন করাসহ ক্রিকেটারও দলে ভেড়াচ্ছিল। সৌম্য সরকারকে দলে নিয়েছিল তারা। কিন্তু ড্রাফটের আগের দিন মালিকানা থেকেই বাদ পড়ল তারা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদিন আগে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদে আসীন হওয়া জালাল ইউনুস।
বিসিবির এই পরিচালক জানিয়েছেন, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ এক কোটি ও 'গ্যারান্টি মানি' বাবদ ৪ কোটি টাকাসহ মোট ৫ কোটি টাকার পে অর্ডার বিসিবিকে দেওয়ার কথা ছিল তাদের। নির্ধারিত সময়ের মধ্যে তা দিতে না পারায় মালিকানা হারিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জালাল ইউনুস বলেন, 'পে অর্ডার জটিলতায় বাদ দেয়া হয়েছে ঢাকা স্টার্সের ফ্র্যাঞ্চাইজিকে। নির্ধারিত সময়ের মধ্যে পে অর্ডার দিতে পারেনি তারা। এ কারণেই এই সিদ্ধান্ত।' পে অর্ডার জমা দেওয়ার শেষ সময় ছিল গত বৃহস্পতিবার। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি জমা দিতে এসেছিল রোববার।
যদিও ফ্র্যাঞ্চাইজিটি ভিন্ন তথ্য দিয়েছে। তাদের দাবি, বিসিবির কাছ থেকে দুদিন সময় চেয়ে নিয়েছিল তারা। রোববারই পে অর্ডার জমা দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু বিসিবি এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঢাকা স্টার্সের মালিকানায় তারা থাকতে পারছে না।
তাহলে ঢাকার মালিকানায় কে থাকবে? এ ক্ষেত্রে বিসিবিই মালিকানায় থাকছে। সূত্র মারফত জানা গেছে, সোমবারের ড্রাফটে ঢাকার দল গোছাবে বিসিবি। দায়িত্বে থাকবেন নির্বাচক হাবিবুল বাশার। টুর্নামেন্ট শুরু হতে বাকি থাকায় বিসিবি দল গুছিয়ে রাখবে। পরে মালিকানা বিক্রি করতে পারলে নতুন ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে। না হলে বিসিবিই মালিকানায় থাকবে।
আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএল। ছয় দলের অংশগ্রহণের এই আসরটি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, ম্যাচ হবে ৩৪টি। তিনটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তিনটি হলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।