বয়স্ক ও ফ্রন্টলাইনারদের জন্য টিকার বুস্টার ডোজ শুরু
এক সপ্তাহেরও বেশি সময় পরীক্ষামূলক ট্রায়াল চালানোর পর, আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে বয়স্ক নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের করোনাপ্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, অগ্রাধিকার ভিত্তিতে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রবাসী কর্মী, চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিসহ ফ্রন্টলাইন ওয়ার্কারদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। যাদের প্রথম দুই ডোজ গ্রহণের পর ছয় মাসের মতো অতিক্রম হয়েছে, তারা বুস্টার ডোজ নিতে পারবেন। যাদের টিকা দেওয়া হবে, তাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
সুরক্ষা ওয়েবসাইট থেকে পাঠানো এসএমএস ছাড়া কাউকে বুস্টার ডোজ দেওয়া হবে না এবং একটি কেন্দ্র থেকে প্রতি পাঁচটি নিয়মিত ভ্যাকসিন ডোজ এসএমএসের জন্য একটি করে বুস্টার ডোজ এসএমএস পাঠানো হবে।
টিকার প্রথম দুটি ডোজ যেখান থেকে দেওয়া হয়েছিল, সেই একই কেন্দ্র থেকে তৃতীয় ডোজও প্রদান করা হবে।
মজুতে থাকা টিকার ওপর নির্ভর করে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং ফাইজারের কোভিড-১৯ টিকা বুস্টার শট হিসাবে দেওয়া হবে।
সোমবার স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, "শুধুমাত্র যারা ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন, তারাই বুস্টার শট পাবেন। তারা তাদের নির্ধারিত টিকাকেন্দ্র থেকে এসএমএস পাবেন।"
বুস্টার ডোজ প্রদানের জন্য নিয়োজিত টিকাকেন্দ্রের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, "আপাতত, [কেন্দ্রের] সংখ্যা সীমিত থাকবে কারণ সুরক্ষা অ্যাপটি এখনও আপডেট করা হয়নি।"
প্রাথমিকভাবে, শুধু ঢাকার মধ্যে কোভিড-১৯ বুস্টার শট প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, অ্যাপটি আপডেট করার পর ডিসেম্বরের শেষে বুস্টার ডোজের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হবে।