সিজারের পরই ডাক্তারকে চোখ রাঙানি নবজাতকের
'এসেছে নতুন শিশু'- শুনলেই চোখে ভাসে একরত্তি মানব শিশু, গুটিসুটি দিয়ে শুয়ে আছে, কিংবা কাঁদছে হাত-পা ছুঁড়ে। কিন্তু একেবারে নাক মুখ কুঁচকে ডাক্তারকে চোখ রাঙানি দিচ্ছে এমন নবজাতক দেখেছি আমরা কেউ?
ব্রাজিলের রিও দি জেনিরোতে এমন কন্যাশিশুর জন্ম দিলেন এক দম্পতি। জন্মের পর শিশুটিকে কাঁদানোর জন্য ডাক্তারবাবু পিঠে চাপড় মারলে রেগে গিয়ে চোখ রাঙানি দেয় শিশুটি।
গত ১৩ ফেব্রুয়ারি সেখানকার এক হাসপাতালে জন্ম নেয় শিশুটি। জন্মের পর কিছুতেই কাঁদছিল না সে। তখনই তাকে কাঁদাতে পিঠে চাপড় মারতে শুরু করেন ডাক্তার।
ওমা! কাঁদার বদলে রীতিমতো রেগে ওঠে সে। কটমট করে তাকাতে থাকে ডাক্তারের দিকে।
নবজাতকের এই অভিব্যক্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ডাক্তাররা পর্যন্ত হতবাক সেই রাগ দেখে। রাগ দেখিয়ে রাতারাতি সুপারস্টার সেই সদ্যোজাত কন্যা!
জন্মের পরই অনেক সময় কাঁদে না নবজাতক। তখন তাদের কাঁদাতে এই পদ্ধতিই অবলম্বন করেন চিকিৎসকরা। এক্ষেত্রেও তাই করছিলেন ডাক্তাররা। কিন্তু, ব্যতিক্রম এই শিশু। কান্নার বদলে ভয়ানক রেগে ওঠে সে।
অনেকে ঠাট্টা করে বলছেন, সিজার করে নির্দিষ্ট সময় ২০ ফেব্রুয়ারির সাত দিন আগে ভূমিষ্ঠ হওয়ার ফলেই কি এতো রাগ তার!
মা ডায়ান ডি জিসেস বারবোসা নবজাতকের ছবি স্মরণীয় করতে একজন ফটোগ্রাফারের ভাড়া করেছিলেন। তিনিই ছবিগুলি ফেসবুকে শেয়ার করেছেন।
ফটোগ্রাফার জানান, এই অভিব্যক্তি দেখে তড়িঘড়ি নাড়ি কাটেন উপস্থিত ডাক্তার। তারপরই নাকি কাঁদতে শুরু করে সেই নবজাতক। মা আদরে করে তাঁর রাগী মেয়ের নাম রেখেছেন ইসাবেল পেরেরা ডি জিসাস। এমন ভিডিও সোশ্যালে শেয়ার হতেই সঙ্গে সঙ্গে ভাইরাল।