করোনায় আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল
কোভিড আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি বলেন, 'আমি পরীক্ষায় কোভিড পজিটিভ। আমার মৃদু করোনাভাইরাস উপসর্গ দেখা দিয়েছে। আমি বাসায় নিজে আলাদা রয়েছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা অনুগ্রহ করে নিজে আলাদা থাকেন এবং করোনাভাইরাস পরীক্ষা করান।'
উল্লেখ্য, গতকালই নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে গত বছর এপ্রিল মাসে অরবিন্দের স্ত্রী সুনীতাও করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময়ও নিজেকে আইসোলেট করেছিলেন অরবিন্দ। যদিও সেবার তিনি করোনা আক্রান্ত হননি।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি খুবই গুরুতর। গতকাল সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন। সেখানে পজিটিভিটি হার ৬.৪৬।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ৩০-৩১ ডিসেম্বরের কোভিড আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা গিয়েছে, ৮৪ শতাংশ রোগী ওমিক্রন আক্রান্ত।