‘অনানুষ্ঠানিক’ গোল্ডেন গ্লোবে শীর্ষ পুরস্কার জিতল ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’, ‘সাকসেশন’
এবছরের গোল্ডেন গ্লোবে শীর্ষ পদক জিতেছে ওয়েস্টার্ন ছবি 'দ্য পাওয়ার অব দ্য ডগ', রোমিও-জুলিয়েটের পুনর্নির্মাণ 'ওয়েস্ট সাইড স্টোরি' ও এইচবিও সিরিজ 'সাকসেশন'।
সাধারণত সব এ-লিস্ট সেলিব্রিটিদের উপস্থিতিতে ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হয় গোল্ডেন গ্লোব বিজয়ীদের নাম। কিন্তু বর্ণবাদ, নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড ও নানা বিতর্কের রেশে এবার অনুষ্ঠানটির আয়োজক, হলিউড ফরেইন প্রেসকে বয়কট করেছে সব স্টুডিও ও সেলিব্রিটিরা। দীর্ঘদিনের সম্প্রচারক এনবিসিও এবছরের অনুষ্ঠান সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে।
যে কারণে, অনানুষ্ঠানিকভাবেই এবারের পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে হলিউড ফরেইন প্রেস।
ফরেইন প্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার রাতে লস অ্যাঞ্জেলসে তারকা, দর্শক ও মিডিয়ার অনুপস্থিতিতে হওয়া এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে। পরবর্তীতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোল্ডেন গ্লোবের ওয়েবসাইটে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
এবারের আসরে ড্রামা বিভাগে শীর্ষ সিনেমা নির্বাচিত হয়েছে জেইন ক্যাম্পিয়নের 'দ্য পাওয়ার অব দ্য ডগ'। ক্যাম্পিয়ন পেয়েছেন সেরা পরিচালকের পদক।
স্টিভেন স্পিলবার্গের রোমান্টিক ট্র্যাজেডি 'ওয়েস্ট সাইড স্টোরি' পেয়েছে মিউজিক্যাল বা কমেডি বিভাগে শীর্ষ সিনেমার পদক।
সিনেমার ক্ষেত্রে, স্টুডিওগুলোর মধ্যে নেটফ্লিক্সের ঝুলিতে জুটেছে সর্বোচ্চ চারটি পদক। আর টিভি বিভাগে সর্বোচ্চ ছয়টি পদক পেয়েছে এইচবিও এবং এইচবিও ম্যাক্স।
২০২২ গোল্ডেন গ্লোবস বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা-
চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র: ড্রামা
দ্য পাওয়ার অব দ্য ডগ
সেরা অভিনেতা, চলচ্চিত্র (ড্রামা)
উইল স্মিথ, 'কিং রিচার্ড'
সেরা অভিনেত্রী, চলচ্চিত্র (ড্রামা)
নিকোল কিডম্যান, 'বিয়িং দ্য রিকার্ডোস'
সেরা চলচ্চিত্র: মিউজিক্যাল/কমেডি
'ওয়েস্ট সাইড স্টোরি'
সেরা অভিনেতা, চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি)
অ্যান্ড্রু গারফিল্ড, 'টিক, টিক...বুম!'
সেরা অভিনেত্রী, চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি)
র্যাচেল জেগলার, 'ওয়েস্ট সাইড স্টোরি'
সেরা পরিচালক
জেন ক্যাম্পিয়ন, 'দ্য পাওয়ার অব দ্য ডগ'
সেরা চিত্রনাট্য
কেনেথ ব্রানাঘ, 'বেলফ্যাস্ট'
সেরা আবহসংগীত
হ্যান্স জিমার, ড্যুন
বিদেশি ভাষার চলচ্চিত্র
'ড্রাইভ মাই কার'
সেরা গান
'নো টাইম টু ডাই' ছবির 'নো টাইম টু ডাই', বিলি এইলিশ ও ফিনিয়েস
টেলিভিশন
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা)
'সাকসেশন'
সেরা অভিনেতা, টেলিভিশন সিরিজ (ড্রামা)
জেরেমি স্ট্রং, 'সাকসেশন'
সেরা অভিনেত্রী, টেলিভিশন সিরিজ (ড্রামা)
মিশেলা জ্যায় রড্রিগেজ, 'পোজ'
সেরা টেলিভিশন সিরিজ: মিউজিক্যাল/কমেডি
'হ্যাকস'
সেরা অভিনেতা, টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি)
জেসন স্যুডেকিস, 'টেড ল্যাসো'
সেরা অভিনেত্রী, টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি)
জিন স্মার্ট, 'হ্যাকস'