'বঙ্গবন্ধুর মানব উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ: প্রেক্ষিত মুজিব শত বর্ষ' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে 'বঙ্গবন্ধুর মানব উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ: প্রেক্ষিত মুজিব শত বর্ষ' শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. এম লুতফর রহমান, ড্যাফোডিল গ্রুপের সিইও মো. নুরুজ্জামান, গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।
এছাড়াও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. মাশেকুর রহমান খান, জেনারেল সেক্রেটারি এম নজরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ মুত্তাকিন হাসান, কার্যকরী কমিটির সদস্য জি এম শরীফ, কার্যকরী কমিটির সদস্য হুমায়রা শারমিন, চট্টগ্রাম চ্যাপ্টারের আহ্বায়ক মোঃ আরিফ আহমেদসহ আরও অনেকে।
বৈঠকে দেশের মানব উন্নয়ন বিষয়ক বিভিন্ন আলোচনা হয়।