সোহানসহ সাকিবের দলের তিনজন করোনায় আক্রান্ত
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করা নিয়ে শঙ্কা জেগেছিল। যদিও পূর্ব নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি আসরটি। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল।
দল যখন মাঠে লড়ছে, বরিশাল তখন করোনার হানায় দিশেহারা। ক্রিকেটার কোচসহ দলটির তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন দুই ব্যাটসম্যান নুরুল হাসান, মুনিম শাহরিয়ার ও ব্যাটিং কোচ নাজমুল আবেদীন ফাহিম। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বরিশাল কর্তৃপক্ষ।
এই তিনজনই অবশ্য কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছে। উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান গত ১৭ জানুয়ারি করোনা পজিটিভ হন। তখন থেকেই আইসোলেশনে আছেন সোহান। তার পরবর্তী করোনা পরীক্ষা শনিবার করা হবে জানিয়েছে বরিশাল।
ব্যাটিং কোচ ফাহিম ও মুনিম ১৮ জানুয়ারি করোনা পজিটিভ হন। তারাও নিয়ম মেনে আইসোলেশনে আছেন। বরিশাল ফ্র্যাঞ্জাইজির পক্ষ থেকেক জানানো হয়েছে, আক্রান্ত হলেও তাদের শারীরিক অবস্থা ভালো আছে।
বিপিএল শুরু হলেও শেষ করা নিয়ে শঙ্কা জেগেছে। প্রতিদিনই কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন। দলের সঙ্গে সোহান, মুনিমরা অনুশীলন করায় বরিশালে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার করোনা পজিটিভ হন মিনিস্টার ঢাকার লেগ স্পিনার রিশাদ হোসেন।
এর আগে গত ১৭ জানুয়ারি ক্রিকেটার, কোচিং স্টাফসহ করোনা পজিটিব হন খুলনা টাইগার্সের ছয় জন। এর মধ্যে একজন সৌম্য সরকার। তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথও করোনায় আক্রান্ত। বিসিবির ১২ জন কর্মচারীর আক্রান্ত হওয়ার খবরও জানা গেছে।
সব মিলিয়ে করোনার প্রকোপের মাঝে বিপিএল চালিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিসিবির জন্য। জানা গেছে সিলেট ও চট্টগ্রামে বিপিএলে আয়োজন নাও সম্ভব হতে পারে।