কোনো কিছুই সহজে পেতে চান না নাঈম
ভাগ্য সাহসীদের পক্ষে থাকে নাকি সাহসীরা ভাগ্য গড়ে নেন? কয়েক জনের মাঝে বসে থাকা অবস্থায় এমন প্রশ্ন শুনলে নাঈম শেখই হয়তো সবার আগে হাত তুলবেন। বাংলাদেশ ক্রিকেট দলের নবীন এই সদস্য ভাগ্যে বিশ্বাসী নন, ভাগ্যকে গড়ে নেওয়ার পক্ষে তিনি।
২০ বছর বয়সে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে নাঈমের। অভিষেকেই বাঁহাতি এই ব্যাটসম্যান সামনে পেয়েছেন পরাশক্তি ভারতকে, সেটাও বিরাট কোহলিদের ঘরের মাঠে। তরুণ নাঈম ঘাবড়ে যাননি। বুক চিতিয়ে লড়ে প্রথমে থিতু হয়েছেন, তারপর চিনিয়েছেন নিজের জাত।
অভিষেক টি-টোয়েন্টিতে ২৬ রান করা নাঈম পরের দুই ম্যাচে ছিলেন বাংলাদেশের ব্যাটিং কান্ডারি। দ্বিতীয় ম্যাচে ৩৬ করার পর শেষ ম্যাচে ৮১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলও মন্দ যায়নি। এসব পারফরম্যান্স নাঈমকে জায়গা করে দিয়েছে ওয়ানডে স্কোয়াডে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষণা করা ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে নাঈমকে। এবার লড়াই একাদশে সুযোগ করে নেওয়ার। এ পথে অভিজ্ঞ ব্যাটসম্যানদের সঙ্গে টক্কর দিতে হবে তাকে। আর এটাই পছন্দ বাঁহাতি এই ওপেনারের। কারণ সহজে কোনো কিছু পেতে চান না তিনি। তাতে কোনো কিছু অর্জনের মজাটা পান না নাঈম।
নাঈমের ব্যাখ্যাটা এমন, 'চ্যালেঞ্জ নিয়ে খেলার ব্যাপারটা মজা লাগে আমার কাছে। সব সহজে হয়ে গেলে ভালো লাগে না। চ্যালেঞ্জ নিয়ে খেলাটা উপভোগ করি। সিনিয়র ভাইদের সঙ্গে খারাপ-ভালো এসব নিয়ে আলোচনা হয়। চাপের মুহূর্তগুলো কীভাবে সামলাতে হয়, এসব নিয়ে কথা হয়।'
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়ে উচ্ছ্বাসের কমতি নেই নাঈমের। যদিও ওয়ানডে দলে ডাক পাওয়ার বিষয়টি আগেই বুঝতে পেরেছিলেন তিনি, 'ভালো লাগছে, ওয়ানডে দলে ডাক পেয়েছি। জিম্বাবুয়ের সঙ্গে বিসিবি একাদশের ম্যাচে স্যারদের সঙ্গে কথা হয়েছিল। তখন বলেছিল সাদা বলে অনুশীলন করতে, সামনে খেলা আছে। কথা হয়েছে আগেই।'
লঙ্গার ভার্সনে সেভাবে খেলা হয় না নাঈমের। সর্বশেষ মধ্যাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ খেলতে নেমে অভিজ্ঞতাটা ভালো হয়নি ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বাঁহাতি এই ব্যাটসম্যানের। দুই ইনিংসেই শূন্য রানে আউট হন তিনি। সাদা বলের ক্রিকেটেই বেশি মন বসিয়েছেন তিনি।
নাঈম বলেন, 'সাদা বলের খেলা খুব উপভোগ করি। লাল বল সম্প্রতি খুব একটা ভালো সময় যায়নি। বাড়িতে গিয়ে সাদা বলে কাজ করেছি। কিছু জিনিস আমাকে বলে দেওয়া হয়েছে কাজ করার জন্য। এসব নিয়েই কাজ করছি, প্রস্তুতি সব মিলিয়ে ভালো।'
লঙ্গার ভার্সনে এলোমেলো থাকার কারণ হিসেবে মাঝের লম্বা বিরতির কথা উল্লেখ করেছেন নাঈম। তার ভাষায়, 'আমি যখন অনূর্ধ্ব-১৯ খেলে এসেছি, তার আগে লাল বলে খেলে এসেছি। মাঝে অনেক বড় একটা বিরতি ছিল। লাল বল নিয়ে কাজ করা হয়নি। অনুশীলন করলে ঠিক হয়ে যাবে। ছোট ছোট ভুল হচ্ছে, এ জন্য আমি লাল বলে সফল না।'