মাশরাফি-মাহমুদউল্লাহদের দলে করোনার হানা
ক্রিকেটারদের টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার ধকল কমাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভিন্ন উপায় বেছে নিয়েছে বিসিবি। ম্যানেজড ইভেন্ট ইনভাইরোমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির আসরটি। এই সুরক্ষা নীতিতে ক্রিকেটার ও কোচিং স্টাফদের আগের মতো বিধিনিষেধ নেই।
এই নিয়মে কিছুটা স্বস্তি মিললেও মিনিস্টার ঢাকায় এখন করোনাভাইরাসের অস্বস্তি। দলটির লঙ্কান অলরাউন্ডার ইসুরু উদানা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার আগ মুহূর্তে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ঢাকার কর্তৃপক্ষ।
বিবৃতিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার করোনা পরীক্ষা করানো হয়। তাতে উদানা পজিটিভ হন। টুর্নামেন্টের করোনা প্রটোকল অনুযায়ী হোটেলে আইসোলেশনে আছেন তিনি। টুর্নামেন্টের মেডিকেল দলের তত্ত্বাবধানে বাঁহাতি এই পেসারের চিকিৎসা চলবে এবং নির্ধারিত সময়ে তার পরবর্তী করোনা পরীক্ষা করানো হবে।
বিপিএলে দলের মতো উদানার সময়ও ভালো যাচ্ছিল না। মাহমুদউল্লাহ রিয়াদের দল চার ম্যাচের ৩টিতেই হেরে কোণঠাসা অবস্থায়। এর চার ম্যাচেই খেলেছেন উদানা। কোনো ম্যাচেই ব্যাটে-বলে আলো ছড়াতে পারেননি তিনি।
চার ম্যাচে ৩ উইকেট নিয়েছেন উদানা। বেশিরভাগ ম্যাচেই খরুচে ছিলেন লঙ্কান এই পেসার। ব্যাট হাতেও তেমন কিছু করতে পারেননি তিনি। চার ম্যাচে উদানার রান ২৪ রান। এর মধ্যে দুটি ম্যাচে অবশ্য অপরাজিত ছিলেন ঢাকার এই বিদেশি রিক্রুট। এবার করোনা আক্রান্ত হয়ে টুর্নামেন্টের বাকি অংশে তার খেলাই শঙ্কার মুখে পড়ে গেল।