করোনায় একদিনে ৩৬ জনের মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা
শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ২৫৯ জন।
দেশে ৩৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। গতকাল তা ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ।
টানা ১২ দিন ধরে দৈনিক ১০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার দেশে শনাক্ত হয় ৯ হাজার ৫২ জন। শনিবার তা আরও কমেছে।
৩০ জানুয়ারি থেকে দেশে দৈনিক ৩০ বা এর বেশি মৃত্যু রেকর্ড করা হচ্ছে।
সর্বশেষ ৩৬ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জন। একইসাথে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৩ জন, চট্টগ্রাম, রংপুর এবং ময়মনসিংহে ২ জন করে এবং রাজশাহী ও সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭ হাজার ১৭ জন রোগী।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং একই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।