জায়েদ খান বাতিল, শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক হলেন নিপুণ
আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন করে সাধারণ সম্পাদক হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের সম্পাদক পদ বাতিল ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো নিপুণকে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমনটাই ঘোষণা করেন নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।
গত ২৮ জানুয়ারি এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর শিল্পীরা ভোট প্রদান করেন। ভোট গননা শেষে পরদিন ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
তিনি ওইদিন জানান, ১৩ ভোটের ব্যবধানে নিপুণকে হারিয়ে বিজয়ী হয়েছেন জায়েদ খান। পরে তার বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সাংবাদ সম্মেলন করেন নিপুণ। অভিযোগ জানান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে।
বিষয়টি মন্ত্রণালয় থেকে আপিল বোর্ডের মাধ্যমে সমাধান করতে বলা হয়। তারই প্রেক্ষিতে আজ রায় ঘোষণা করা হলো।