খেলোয়াড় তালিকায় অধিনায়ক মোসাদ্দেক, ম্যাচে বোপারা
ম্যাচের দিন মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে বিপাকেই পড়তে হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। দল ছাড়তে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলেন মিরাজ। পরে সমঝোতা হলেও ওই ঘটনায় কম জল ঘোলা হয়নি। একই ধরনের ঘটনা ঘটলো সিলেট সানরাইজার্সে। সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে টসের সময় জানা গেল অধিনায়ক বদলেছে দলটির।
মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করেছিল সিলেট সানরাইজার্স। তার নেতৃত্বে ৬টি ম্যাচ খেলেছে তারা। সপ্তম ম্যাচে এসে নেতৃত্ব বদল করলো সিলেট। মোসাদ্দেককে সরিয়ে রবি বোপারাকে নতুন অধিনায়ক করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টসের সময় দেখা যায় মুশফিকুর রহিমের সঙ্গে সিলেটের অধিনায়ক হিসেবে টস করছেন বোপারা। কী কারণে অধিনায়কত্বে পরিবর্তন আনা হয়েছে, ম্যাচ শুরুর আগে এ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি সিলেট।
অথচ ম্যাচ শুরুর ৩০ মিনিট আগেও সংবাদমাধ্যমকে জানানো হয়, মোসাদ্দেক হোসেন সিলেটের অধিনায়ক। বোপারাকে অধিনায়ক করা হলেও সাংবাদিকদের সরবরাহ করা খেলোয়াড় তালিকায় মোসাদ্দেককে অধিনায়ক দেখানো হয়। খেলোয়াড় তালিকায় মোসাদ্দেক অধিনায়ক এবং বোপারা টস করায় সংশয় তৈরি হয়।
ম্যাচ শুরুর পরে সিলেটের মিডিয়া ম্যানেজার জানান, মোসাদ্দেকের চাওয়াতেই নেতৃত্বে পরিবর্তন এনেছে সিলেট। দলটির ম্যানেজার মাশুক আল বারী বলেছেন, 'মোসাদ্দেক আরও কয়েক ম্যাচ আগে থেকেই নেতৃত্ব ছাড়তে চাচ্ছিল। তার বদলে সহ-অধিনায়ক এনামুল হক বিজয়কে নেতৃত্ব দিতে চাইলেও তিনি রাজি হননি। বোপারাকে বুঝিয়ে অধিনায়ক হতে রাজি করিয়েছেন কোচ মারভিন ডিলন।'
সাংবাদিকদের নিয়ে গড়া হোয়াটঅ্যাপে গ্রুপে অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়ে কিছু জানায়নি সিলেট। এমনকি খেলোয়াড় তালিকাও সরবরাহ করেনি তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে খেলোয়াড় তালিকা দেওয়া হয়। সেখানেই জানানো হয় সিলেটের অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়টি।
পরে সিলেটের মিডিয়া ম্যানেজার জানান, মাঠে এসে অধিনায়কত্ব পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাদের দল। ততোক্ষেণে খেলোয়াড় তালিকা সরবরাহ করা হয়ে গেছে। এ কারণে খেলোয়াড় তালিকায় মোসাদ্দেকের নাম থেকে যায়। নতুন অধিনায়ক বোপারা সিলেটের হয়ে চার ম্যাচে ৪৭ রান ও একটি উইকেট নিয়েছেন।