৭৮ বার করোনা ‘পজিটিভ’ হয়েছেন এই ব্যক্তি!
করোনা মহামারি শুরুর পর, অর্থাৎ ২০২০ সাল থেকে এ পর্যন্ত মোট ৭৮ বার করোনা পজিটিভ হয়েছেন তুরস্কের নাগরিক মুজাফফার কায়সান। ৫৬ বছর বয়সী মুজাফফার করোনার কারণে হাসপাতাল ও বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন ১৪ মাস ধরে।
কায়সান একজন লিউকেমিয়া রোগী। ২০২০ সালের নভেম্বরে প্রথমবারের মতো করোনায় সংক্রমিত হন তিনি। সেসময় কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে ইস্তাম্বুলে নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকেন এই ব্যক্তি।
কিন্তু এরপর থেকে ৭৮ বার করোনা পরীক্ষা করে প্রতিবারই কোভিড পজিটিভ এসেছে মুজাফফারের। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তিনি ৯ মাস কাটিয়েছেন হাসপাতালে এবং ৫ মাস কাটিয়েছেন নিজ বাসায় কোয়ারেন্টাইনে।
তার এই পরিস্থিতির একটি সমাধান খুঁজে পেতে এবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তিনি।
শুক্রবার ইহলাস নিউজ এজেন্সি (আইএইচএ) কে মুজাফফার বলেন, চিকিৎসকদের মতে তার এ পরিস্থিতির কারণ মূলত তার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা।লিউকেমিয়ার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় বারবার তিনি করোনা পজিটিভ হচ্ছেন বলে জানিয়েছেন তারা।
বর্তমানে তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঔষধ খাচ্ছেন। "এটি খুব কঠিন একটি প্রক্রিয়া," বলেন তিনি।
"আমি এই রোগের প্রভাব থেকে মুক্তি পেলেও আবার শরীরে এখনও কোভিড-১৯ এর ভাইরাস রয়েছে। বারবার পজিটিভ আসার এই একটা ব্যাখ্যাই আমাকে দেওয়া হয়," বলেন তিনি।
করোনা তার সামাজিক জীবন নষ্ট করে দিয়েছে, বলেন মুজাফফার।
"প্রিয়জনকে স্পর্শ করতে না পারা ছাড়া আর কোনো সমস্যা নেই আমার। এটি খুবই কঠিন এক পরিস্থিতি। আমার এই অবস্থার জন্য আমি ভ্যাকসিনও নিতে যেতে পারছি না," বলেন তিনি।
- সূত্র- ডেইলি সাবাহ