শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হবে না: দীপু মনি
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চলমান মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিইউপি ইন্টারন্যাশনাল মডেল কনফারেন্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা শেষে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
এর আগে, ২০২০ সালের ১৭ মার্চ প্রথমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে সরকার। সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলে গেল বছরের ১২ সেপ্টেম্বর ১৮ মাস পর পুনরায় চালু করা হয়।