ধাক্কায় পড়ে গেলেন ব্যাটসম্যান, সুযোগ পেয়েও আউট করলেন না উইকেটরক্ষক
ক্রিকেটকে বলা হয় ভদ্র লোকের খেলা। খেলাটির গায়ে কেন এমন ট্যাগ, সেটা আবারও প্রমাণ হলো। স্পিরিট অব ক্রিকেটের দারুণ উদাহরণ তৈরি করলেন নেপাল জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক আসিফ শেখ। তিনি যা করলেন; খেলায় মাঠে তা রীতিমতো বিরল। সুযোগ থাকার পরও প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করেননি আসিফ।
ওমানে চার-দেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেপাল-আয়ারল্যান্ডের ম্যাচ ছিল সোমবার। টস হেরে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। ১৮ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১১৩ রান। ১৯তম ওভারের তৃতীয় বলে কমল সিংয়ের বলে বাউন্ডারি মারার চেষ্টা করেন আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি তিনি।
উইকেটের আশেপাশেই থাকে বল। রান নিতে দৌড় শুরু করেন অ্যাডায়ার-অ্যান্ডি ম্যাকব্রায়ান। বল ধরতে ছুটে যান বোলার। এ সময় নন-স্ট্রাইক থেকে দৌড়ানো ম্যাকব্রায়ানের সঙ্গে ধাক্কা লাগে কমলের। ধাক্কায় ম্যাকব্রায়ান পড়ে যান। উঠে আবার দৌড় শুরু করার আগেই কমল বল ছুঁড়ে পাঠান উইকেটরক্ষক আসিফের হাতে। নিশ্চিত রান আউট ভেবে একটু দৌড়েই থেমে যান ম্যাকব্রায়ান।
এরপরই অবাক হয়ে যান আইরিশ অলরাউন্ডার। তাকে রান আউট করার সহজ সুযোগ থাকার পরও বল স্টাম্পে লাগাননি আসিফ। মাটিতে বল আছাড় দেন ২১ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। হেঁটে হেঁটে রান পূর্ণ করেন ম্যাকব্রায়ান। বোলারের সঙ্গে ধাক্কা লাগার কারণে ব্যাটসম্যান রানটি সম্পূর্ণ করতে পারেননি, এই ভাবনা থেকে স্টাম্প ভাঙেননি আসিফ।
এই দৃশের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ক্রিকেট মাঠে এমন মনোভাব দেখানোয় আসিফের প্রশংসায় মাতোয়ারা ক্রিকেটবিশ্ব। সে সময় ধারাভাষ্যকাররাও আসিফের প্রশংসা করছিলেন। আসিফের 'নায়ক' বনে যাওয়ার ম্যাচে অবশ্য নেপাল হেরে গেছে। পরে ব্যাটিং করে ১৬ রানে হেরে যায় তারা।