এখন কী করবেন সাকিব?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়ার পর বেশ কিছুদিন খেলায় ছিলেন না সাকিব আল হাসান। ঘরের মাঠে পাকিস্তান সিরিজকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে ফেরেন তিনি। পুরোপুরি চোটমুক্ত না হওয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি সাকিবের, খেলেন শুধু দ্বিতীয় টেস্ট। এই সিরিজের পর খেলায় থাকতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট খেলতে সিলেট চলে যান বাঁহাতি এই অলরাউন্ডার।
পুরো টুর্নামেন্ট অবশ্য খেলেননি সাকিব, ফিরে আসেন ঢাকায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নিজেকে প্রস্তুত করতে একক অনুশীলন শুরু করেন তিনি। বোলিং নিয়ে চিন্তা না থাকলেও দীর্ঘদিনের রানখরা ভাবাচ্ছিল তাকে। শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে কয়েকদিন ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় কাজ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ফরচুন বরিশালের অধিনায়ক কয়েকদিন দলের আগে মাঠে গিয়ে নাজমুল আবেদীনের সঙ্গে কাজ করেন।
মূলত টি-টোয়েন্টির জন্য নিজেকে প্রস্তুত করার মিশন ছিল সাকিবের। প্রথম মিশন বিপিএল, পরেরটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি আসরটিতে খেলবেন বলে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব।
যদিও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের পরিকল্পনামাফিক সব যায়নি। আইপিএলের মেগা নিলামের দুই দিনে দুইবার নাম ওঠার পরও সাকিবকে দলে ভেড়ানোর ব্যাপারে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। যে আইপিএল খেলতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে না যাওয়ার পরিকল্পনা, সেই আইপিএলই খেলা হচ্ছে না তার।
এ কারণেই প্রশ্ন উঠছে, সাকিব কি তাহলে এবার টেস্ট খেলতে দলের সঙ্গে যাবেন? নাকি ছুটি নেওয়া সময় নিজের মতো করে কাটাবেন? এমন প্রশ্নে আপাতত পরিষ্কার উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছেন, টেস্ট খেলা না খেলার ব্যাপারটি সাকিবের উপরই নির্ভর করছে।
জালাল ইউনুস বলেছেন, 'টেস্ট দল নিয়ে সাকিব তো আগেই বলে দিয়েছে, সে থাকতে পারবে না। এখনও আগের অবস্থানেই আছে, সে তো বলেই দিয়েছে সে যাবে না।' তবে সাকিব জানিয়ে রাখলেও বিসিবি ব্যাপারটি নিয়ে আগের অবস্থানে থাকবে না। আইপিএলে খেলা হচ্ছে না বলে তারকা অলরাউন্ডারের সঙ্গে আবার আলোচনায় বসবে বিসিবি। এরপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে না চাইলেও আগামী মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলার কথা বিসিবিকে জানিয়ে রেখেছেন সাকিব। আইপিএল খেলা হচ্ছে না বলে তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজে চাইছে বিসিবি। তবে তবে জালাল ইউনুসের কথায় এটা পরিষ্কার যে, টেস্ট খেলতে সাকিবকে জোর করবে না বিসিবি। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি সাকিবের ওপর ছেড়ে দেওয়া হবে।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'এখন বিষয়টা সাকিবের উপর নির্ভর করছে। তার কাছে আমরা তার অবস্থান সম্পর্কে আবার জানতে চাইব। সে যেতে চাইলে অবশ্যই যাবে। সাকিব আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সাকিব পরিকল্পনা তো আমরা জানি না, আবার আলাপ করতে হবে। আগে সিদ্ধান্ত ছিল সে শুধু টেস্ট খেলতো না দক্ষিণ আফ্রিকায়। ওর সাথে কথা বলব, এখনও যেহেতু সময় আছে। এমনিতে তো সে ওয়ানডে খেলতে যাবে।'
আইপিএলে দল না পেলেও বিপিএলে সময়টা দারুণ কাটছে সাকিবের। চৌকষ নেতৃত্বে ইতোমধ্যে ফরচুন বরিশালকে ঘরোয়া টি-টোয়েন্টি আসরটির ফাইনালে তুলেছেন তিনি। কেবল নেতৃত্বেই নয়, ব্যাটে-বলেও আলো ছড়িয়ে আসছেন তিনি। রাউন্ড রবিন লিগে বরিশালের সাত জয়ের পাঁচটিতেই কাণ্ডারির ভূমিকায় ছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে গড়েছেন বিশ্ব রেকর্ড। বিশ্বের অন্যতম অলরাউন্ডারের এমন ফর্ম বিসিবি দলের কাজে লাগাতে চাইবে, সেটাই স্বাভাবিক। তবে নতুন সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত প্রশ্নটা থাকছেই, 'কী করবেন সাকিব?'