এবার যুক্তরাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন
প্রথমে ভাবা হয়েছিল, 'ল্যাব এরর'! কিন্তু পরে নিশ্চিত হওয়া গেছে সেটি আসলেই ডেল্টাক্রন- নতুন করোনা ভ্যারিয়েন্ট!
যুক্তরাজ্যে ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের এই হাইব্রিড স্ট্রেইনের প্রথম কয়েকটি কেস শনাক্ত হয়েছে।
তবে ডেল্টাক্রনের আবির্ভাব নিশ্চিত করলেও নতুন এই ভ্যারিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক, সে নিয়ে কিছু জানায়নি ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (এইচএসএ)।
কী এই ডেল্টাক্রন
মহামারিতে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঘটিয়েছে করোনার ডেল্টা স্ট্রেইন। এর প্রভাবে সেকেন্ড ওয়েভ আসে। আমেরিকা ও ভারতে ব্যাপক মৃত্যু হয়। বিপরীতে, ওমিক্রন সবচেয়ে বেশি সংক্রামক স্ট্রেইন। এটি ডেকে এনেছে মহামারির থার্ড ওয়েভ। এর সংক্রমণ ক্ষমতা ভয়াবহ হলেও আক্রান্তের মৃত্যুসঙ্কট কম। এই দুই ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি হওয়া ভ্যারিয়েন্ট তাই কপালে ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের।
যুক্তরাজ্যে একাধিক রোগী শনাক্ত হয়েছেন যারা- ডেল্টা এবং ওমিক্রন উভয় ভ্যারিয়েন্ট দ্বারাই আক্রান্ত। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, "সম্ভবত এটি এমন একজন রোগীর মাধ্যমে বিকশিত হয়েছে যিনি একই সময়ে দুই ধরনের ভ্যারিয়েন্ট দ্বারাই সংক্রমিত হয়েছিলেন। তবে এটি যুক্তরাজ্যেই উদ্ভুত কিনা তা বলা যাচ্ছে না।"
মহামারিতে এখন পর্যন্ত ভাইরাসের বেশ কিছু 'রিকম্বিন্যান্ট' ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, কিন্তু তার কোনোটিই গুরুতর রূপ নেয়নি বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।
ডেল্টাক্রন কতটুকু সংক্রামক এবং এর লক্ষণগুলো কী
এইচএসএ-এর বিশেষজ্ঞরাও জানেন না যে, নতুন উদ্ভূত ভাইরাসটি কতটা সংক্রামক বা গুরুতর, এর লক্ষণগুলো কী বা এটি ভ্যাকসিনের কার্যকারিতাকে প্রভাবিত করবে কিনা।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক পল হান্টারের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, এটি 'খুব বেশি হুমকির কারণ হয়ে উঠবে না' কারণ মূল ডেল্টা এবং ওমিক্রন স্ট্রেইনের বিরুদ্ধে ইতিমধ্যে যুক্তরাজ্যে তীব্র মাত্রার ইম্যুনিটি গড়ে তোলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিল যে, একজন ব্যক্তির পক্ষে SARS-CoV-2 এর একাধিক ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হওয়া সম্ভব। এর বাইরেও সংক্রমণের উদাহরণ রয়েছে। যেমন- মহামারি জুড়েই অনেকে কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জা উভয় ভাইরাসে একই সময়ে আক্রান্ত হয়ে পড়েন।
ডব্লিউএইচওর সংক্রামক রোগবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভ বলেছেন, "আসুন আমরা ডেল্টাক্রনের মতো শব্দ ব্যবহার না করি। এ ধরনের শব্দ ভাইরাস/ভ্যারিয়েন্টের সংমিশ্রণকে বোঝায় এবং এমন কিছু ঘটছে না।"
গত বছরের শেষের দিকে ডেল্টাক্রন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্তের দাবি করা হয় সাইপ্রাসে। 'ইউনিভার্সিটি অব সাইপ্রাস'-এর গবেষক লিয়োনিডস কসট্রিকিস দাবি করেছিলেন, তার দল ২৫টি ডেল্টাক্রন সংক্রমণ চিহ্নিত করেছে।
তবে বহু গবেষণা সংস্থা কসট্রিকিসের দাবি খারিজ করে দেয়। অনেকে বলেন, 'ল্যাব এরর'। অর্থাৎ গবেষণাগারে কোনও ভুল হয়েছে; হয়তো দু'টি ভ্যারিয়েন্টের নমুনা কোনভাবে গবেষণাগারে মিশে গিয়ে এই ফলাফল এসেছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা এই মিউট্যান্ট হাইব্রিডকে মনিটর করতে শুরু করেছেন। তবে এর ব্যাপারে তারা উদ্বিগ্ন নন।
- সূত্র- লাইভ মিন্ট ডট কম