২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না কোনো বিধিনিষেধ
আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে আর কোনো করোনা বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে গত ১০ জানুয়ারি জনসাধারণের চলাচলের উপর দেশব্যাপী বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। পরে এই বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়।
সে নির্দেশনা অনুযায়ী, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বা সরকারি কোনো ধরনের অনুষ্ঠানের জন্যই ইনডোর এবং আউটডোর- কোথাও একশো জনের বেশি লোকসমাগমের অনুমতি দেওয়া হবে না।
এছাড়াও ইভেন্ট বা জনসমাগমে অংশগ্রহণ করলে প্রত্যেককে ভ্যাকসিন সার্টিফিকেটের পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন আরটি-পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্টও বহনের কথা বলা হয়েছিল সেখানে।